কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (22 জুলাই, 2024) | Daily Current Affairs in Bengali PDF Download

পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রকাশ করছে। প্রতিদিনের সাম্প্রতিক গুরুত্ত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 22 জুলাই, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (22/07/2024)

Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স

1. সিডনিতে সুপার কিংস নামক নতুন ফ্রাঞ্চাইজি স্থাপন করল — চেন্নাই সুপার কিংস

2. মহিলা এশিয়া কাপের নবমতম সংস্করণ আয়োজিত হচ্ছে — শ্রীলঙ্কায়

3. Harrie Massey সম্মানে সম্মানিত হলেন ভারতের মহাকাশ বিজ্ঞানী — প্রল্লাদ চন্দ্র আগারওয়াল

4. সম্প্রতি গান্ধী ম্যান্ডেলা সম্মানে সম্মানিত হলেন — নোবেল পুরস্কার প্রাপ্ত Rigoberta Menchú Tum

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. AIFF Award 2024 of the Year সম্মানের সম্মানিত হলেন — Lallianzuala Chhangte (পুরুষ) এবং Indumati Kathiresan (মহিলা)

6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টালেন প্রজেক্ট উদ্বোধন করলেন, যার নাম হল — Thane Borivali Twin Tunnel

7. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন — মনোজ সোনি

8. Bharti Airtel কে Taxnet 2.0 পুরস্কার প্রদান করল — সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)

9. আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন — বিনয় কাউত্রা

10. দশম আফ্রিকান দেশ হিসেবে UN Water Convention -এ যোগদান করল — আইভরি কোস্ট

11. Best Technology Award জিতল — ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ (IISR)

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles