এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 23 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (23/08/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ ভারতের Chef de Mission হিসেবে নিযুক্ত হয়েছেন — সত্য প্রকাশ সাংওয়ান।
2. Paytm -এর Entertainment and Ticketing বিজনেসকে ₹2,048 কোটি টাকা অর্থের বিনিময়ে কিনে নিলো — Zomato
3. DRIPS (Disaster Resilient Infrastructure for Power Sector) পোর্টাল চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী — মনোহর লাল খট্টর।
4. 8th FIFA U-17 Women’s World Cup -এর অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত হওয়া দ্বিতীয় ভারতীয় মহিলা হলেন — রিওলাং ধর।
5. The 19th CII India-Africa Business Conclave অনুষ্ঠিত হয়েছে — নিউ দিল্লীতে।
আরও পড়ুনঃ গতকালের (22 আগস্ট, 2024) কারেন্ট অ্যাফেয়ার্স
6. রাশিয়ান তেলের শীর্ষ আমদানিকারক দেশ হিসেবে চীনকে অতিক্রম করলো — ভারত।
7. North East Small Finance Bank (NESFB) -এর সাথে Slice সংস্থার মার্জ হওয়ার মান্যতা দিল — National Company Law Tribunal (NCLT)
8. ভারতে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে — নেপাল।
9. HCLTech-এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন — শিব ওয়ালিয়া।
10. Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) -এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন — অমরদ্বীপ সিং ভাটিয়া।
11. জাপানের সাথে প্রথম Green Ammonia Export Agreement স্বাক্ষর করলো — ভারত।
12. বিশ্বস্ত ব্যবহারকারীদের মধ্যে সিকিউর পেমেন্টের জন্য ‘UPI Circle’ বিশ্বস্ত ব্যবহা লঞ্চ করলো — NPCI