কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (27 আগস্ট, 2024) | Daily Current Affairs in Bengali PDF Download

পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রকাশ করছে। প্রতিদিনের সাম্প্রতিক গুরুত্ত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 27 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (27/08/2024)

Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স

1. জাতীয় মহাকাশ দিবসের উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান — ‘Sapno ki Udaan’ নামক ই-ম্যাগাজিন লঞ্চ করলেন।

2. নিউ পেনশন স্কিমের পরিবর্তে ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পেতে চলেছে — 23 লক্ষ সরকারী কর্মচারী

3. 1 লক্ষ নতুন ‘Lakhpati Didis’ -দের সার্টিফিকেট বিতরণ করলেন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

4. 5 বছরের জন্য Lok Janshakti Party -র প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন — কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান

5. দ্বিতীয় ভারত-সিঙ্গাপুর মিনিস্টারিয়াল রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে — সিঙ্গাপুরে

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

আরও পড়ুনঃ গতকালের (26 আগস্ট, 2024) কারেন্ট অ্যাফেয়ার্স

6. ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) -এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন — সঞ্জীব রায়না

Lando Norris

7. ম্যাক্স ভার্সটাপ্পনকে হারিয়ে Dutch Grand Prix 2024 খেতাব জিতলেন — Lando Norris

৪. কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে নতুন 5 টি জেলা গঠনের ঘোষণা করলেন — স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

9. মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্টে মেজর সাস্টেনেবল ড্রাইভ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী — সর্বনন্দ সোনোয়াল

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles