এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 31 জুলাই, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (31/07/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন — সরবজিৎ সিং এবং মনু ভাকের
2. T20 ফরমেটে এশিয়া কাপ ২০২৫ আয়োজন করতে চলেছে — ভারত
3. প্যারিস অলিম্পিক ২০২৪ চলাকালীন আন্তর্জাতিক টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় খেলোয়াড় — রোহন বোপান্না
4. তৃতীয় বারের জন্য ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন — Nicolas Maduro
5. ভারতীয় জুয়েলারি মার্কেটে প্রবেশের জন্য Indriya নামক নতুন ব্র্যান্ড লঞ্চ করল — আদিত্য বিড়লা গ্রুপ
6. সম্প্রতি RBI -এর ক্রস বর্ডার প্রেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স অর্জন করল — Amazon Pay, Adyan এবং BillDesk
7. SpaceX এবং NASA খুব শীঘ্রই লাঞ্চ করতে চলেছে স্পেস এজেন্সির — Crew-9 মিশন
8. TIME ম্যাগাজিনের Worlds Greatest Places 2024 তালিকায় স্থান পেল — মুম্বাইয়ে Museum of Solutions, হায়দ্রাবাদের Manam Chocolate এবং হিমাচল প্রদেশের NAAR Restuarant
9. সম্প্রতির টেস্ট ক্রিকেটে ১২ হাজার রান সম্পন্ন করা সপ্তম খেলোয়াড় হলেন — ইংল্যান্ডের জো রুট
10. Jamestji Tata: Powerful Learning for Corporate Success শিরোনামে বই লিখলেন — আর. গোপালকৃষ্ণান এবং হরিশ ভাট