একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া চালু হতে চলেছে রাজ্যে। গোটা প্রক্রিয়া পরিচালিত হবে কেন্দ্রীয় ভাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। আর এবার সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানালেন, কলেজে ভর্তির ক্ষেত্রে কারচুপি রুখতে লিংডো কমিশনের সুপারিশ করা এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রক্রিয়ায় কোনো কারচুপির সুযোগ নেই বলেই জানালেন তিনি। শিক্ষামন্ত্রীর বক্তব্য, “এবছর সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় স্তরে অনলাইন পোর্টাল চালু করবো। পুরুলিয়া থেকে বসে একটি ছেলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের কোথায় কত আসন, বিষয় অনুযায়ী, জাতি বর্ণ ধর্ম অনুযায়ী তা দেখতে পারবেন।” ব্রাত্য বসু জানান, পোর্টালেই টাকা জমা হবে, তারপর ভর্তি হবে। এটাই অনলাইন ভর্তির মূল কথা। এর সাথে অন্যান্য রাজ্যগুলির নাম নিয়ে শিক্ষামন্ত্রীর সংযোজন, সেখানে এই ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গে প্রথম এই প্রক্রিয়া চালু করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি শুরু
প্রসঙ্গত, সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন পায় এই প্রক্রিয়া। এরপরই উচ্চ শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নয়া ভর্তি প্রক্রিয়ায় পড়ুয়াদের হয়রানি যেমন কমবে তেমনই বারবার ফি প্রদানের বদলে একবারই টাকা জমা করবেন তাঁরা। ফলে সবদিক থেকে পড়ুয়াদের সুবিধা হবে বলেই ধারণা করা যাচ্ছে।