একগুচ্ছ শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর (Food Si Recruitment) নিয়োগে তৎপর হয়েছে রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ (শনিবার) ও ১৭ মার্চ (রবিবার) দুটি আলাদা দিনে ফুড এস আই পরীক্ষাটি আয়োজিত হবে রাজ্যে। সর্বমোট ৪৮০টি শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলবে। পরীক্ষায় বসবেন প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী। রাজ্য সরকারের অধীনে গ্রেড-৩ তে নিয়োগ করা হবে প্রার্থীদের।
☑️ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা পদ্ধতি (Food SI Exam Pattern)
ফুড সাব ইন্সপেক্টর (Food Si) পরীক্ষাটি হয় দুটি ধাপে। ১) লিখিত পরীক্ষা আর ২) ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় থাকবে অবজেকটিভধর্মী প্রশ্ন। গণিত ও সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা দেবেন প্রার্থীরা। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এই দুই ধাপে উত্তীর্ণ হলে শূণ্যপদের নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
☑️ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস (Food SI Exam Syllabus)
রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগে জেনারেল স্টাডিজ ও গণিত বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। উভয় পেপারে ৫০ করে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
✦ General Knowledge and Awareness (50 Marks Syllabus)
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জেনারেল স্টাডিজ সিলেবাস হলো- ১) ভারতের ইতিহাস ২) ভারতের ভূগোল ৩) ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থা ৪) ভারতের অর্থনীতি ৫) খেলাধুলা ৬) কারেন্ট অ্যাফেয়ার্স 2023 ৭) বাস্তুতন্ত্র ও পরিবেশ বিদ্যা ৮) আর্ট এন্ড কালচার
✦ Mathematics (50 Marks Syllabus)
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার গণিতের সিলেবাস হলো- ১) ল.সা.গু ও গ.সা.গু ২) গড় ৩) শতকরা ৪) নৌকা ও স্রোত ৫) ক্যালেন্ডার ৬) নল ও চৌবাচ্চা ৭) ঘড়ি ৮) সরল সুদ ৯) চক্রবৃদ্ধি সুদ ১০) অংশীদারি কারবার ১১) সময় ও কার্য ১২) সময় ও দূরত্ব ১৩) অনুপাত সমানুপাত ১৪) লাভ ও ক্ষতি ১৫) সরলীকরণ ১৬) মিশ্রণ ১৭) পরিমিতি ১৮) ত্রিকোণমিতি
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট
বর্তমানে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে বেশ কিছু গাইড বুক রয়েছে। কিন্তু এই সকল বইয়ের মধ্যে সেরা বইটি বেছে নেওয়া অত্যন্ত কঠিন। যে সকল পরীক্ষার্থীরা ফুড এস আই পরীক্ষায় বসবেন বলে ঠিক করেছেন তাঁরা নিশ্চয়ই চাইবেন এমন একটি বই হাতে পেতে যা পরীক্ষার গোটা সিলেবাসকে কভার তো করবেই সঙ্গে পরীক্ষার জন্য আপনাকে সম্পূর্ণভাবে গাইড করবে। আর তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করে Exam Bangla Publication -এর তরফে প্রকাশ করা হয়েছে ‘Food SI গাইডেন্স Guru’ বইটি। বইটির সম্পাদনা করেছেন Kaushik Roy (CDPO, WBCS)। বইটি কেন এই পরীক্ষার জন্য বেস্ট? আসুন জেনে নেওয়া যাক।
✅ কেন পড়বেন Food SI Guidance Guru বইটি?
❖ এই বইটি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে তৈরি করা হয়েছে।
❖ বইটিতে প্রতিটি বিষয় অত্যন্ত সহজ, সরলভাবে তুলে ধরা হয়েছে, গুরুত্বপূর্ণ টপিকগুলিকে চার্ট ও টেবিলের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে।
❖ বইটিতে বিগত বছরের প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে ও বিগত বছরের গণিতের সমাধান রয়েছে।
❖ বিগত বছরের প্রশ্নপত্রের অ্যানালাইসিস করা রয়েছে, অর্থাৎ বিগত বছরের কোন কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন এসেছে তা আলোচনা করার রয়েছে।
❖ বইটিতে রয়েছে ফ্রি পাঁচটি প্র্যাকটিস সেট সঙ্গে প্রতিটি সেটের সমাধান।
❖ মোট কথা একজন পরীক্ষার্থী ফুড এস আই পরীক্ষার জন্য সর্বতোভাবে তৈরি হতে পারবেন এই বইটি অনুসরণ করলে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে পৌরসভায় ক্লার্ক নিয়োগ
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা শুরু হতে আর হাতে মাত্র কিছুদিন। অতএব এর মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে হবে পরীক্ষাদের। ফুড এস.আই পরীক্ষার লাস্ট মিনিট প্রস্তুতির জন্য ইতোমধ্যে বাজারের সেরা বই হলো Exam Bangla Publication কর্তৃক প্রকাশিত ‘Food SI Guidance Guru’। পরীক্ষায় বইটি থেকে অনেক প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। অতএব এই বইটি ফুড এস.আই (Food SI) চাকরিপ্রার্থীদের ব্রহ্মাস্ত্র। ইতোমধ্যে অনেকেই বইটি সংগ্রহ করেছেন। আপনিও আর দেরি না করে শীঘ্রই সংগ্রহ করুন Food SI Guidance Guru-বইটি। এছাড়া পরীক্ষা সম্বন্ধীয় বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন ‘Exam Bangla’-র ওয়েবসাইটে।
➡️ Book Buy Link
নিচে আপনাদের সুবিধার্থে বইটি অর্ডার করার লিঙ্ক দেওয়া হল। পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনারা সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন। এছাড়া ক্যাশ অন ডেলিভারির জন্য আপনারা ফ্লিপকার্ট অথবা আমাজন থেকে অর্ডার করতে পারেন।