এক নজরে
নিজস্ব প্রতিনিধি: গত ১১ মার্চ, ২০২২ তারিখ শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল
ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল (WBP Constable Preliminary Result)। রেজাল্ট প্রকাশের খবর ExamBangla.com -এর পাতায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা ছেলে- মেয়েদের মধ্যে কয়েক হাজার পরীক্ষার্থী কোনো কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই পাশ করেছেন। তাদের প্রস্তুতির পাশে কোনো কোচিং সেন্টারের অবদান না থাকলেও ছিল একটি বইয়ের অবদান। ওই নির্দিষ্ট একটি বই থেকে কনস্টেবল প্রিলি পরীক্ষায় ৫৬ টির বেশি প্রশ্ন কমন এসেছিলো। ফলে ওইসব প্রার্থীদের পরীক্ষায় পাশ করা সহজ হয়ে গেছে। (WB Police Constable Book 2022)
WB Police Constable Book 2022
যেসব পরীক্ষার্থীরা কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহন করেছেন তারা একনজরে দেখে নিন কমন আসা প্রশ্নগুলির কিছু নমুনা।
১) অলিম্পিক -এর প্রতীকে পাঁচটি রংঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরুপ? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
২) 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? (89 পৃষ্ঠা)
৩) লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। সে এরপর পূর্বদিকে 25 কিমি গেল, এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? (Type Common 154 পৃষ্ঠা)
৪) কোন দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রন করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? (Type Common- 129 পৃষ্ঠা)
৫) কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? (42 পৃষ্ঠা)
৬) 2020 টোকিও অলিম্পিকে জ্যাকলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
৭) বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? (97 পৃষ্ঠা)
৮) অজাত শত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? (33 পৃষ্ঠা)
৯) 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? (26 পৃষ্ঠা)
১০) 6 টি সংখ্যার গড় যদি 17 হয়, তবে সংখ্যাগুলোর যোগফল কত? (গড় অধ্যায় 120 পৃষ্ঠা)
১১) কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? (49 পৃষ্ঠা)
১২) 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? (25 পৃষ্ঠা)
১৩) 10° চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? (89 পৃষ্ঠা)
১৪) টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বর্গহাইন কোন রাজ্যের বাসিন্দা? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
১৫) একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার অনুপাত 5:8:3 মোট টাকার পরিমান 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? (Type Common- 145 পৃষ্ঠা)
১৬) নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ (triangle) আছে? (159 পৃষ্ঠা)
১৭) মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
১৮) X একাকী একটি কাজ 20 দিনে করতে পারে। আবার B একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? (Type Common- 127 পৃষ্ঠা)
১৯) বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? (35 পৃষ্ঠা)
২০) দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? (118 পৃষ্ঠা)
২১) সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? (32 পৃষ্ঠা)
২২) লেন্সের ক্ষমতার একক কি? (83 পৃষ্ঠা)
২৩) ‘Amphan’ কোন দেশ নাম দিয়েছিল? (96 পৃষ্ঠা)
২৪) 999(1/7) + 999(2/7) + 999(3/7) + 999(4/7) + 999(5/7) + 999(6/7) =? (116 পৃষ্ঠা)
২৪) কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয়? (15 পৃষ্ঠা)
২৫) নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? (83 পৃষ্ঠা)
২৬) গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল (37 পৃষ্ঠা)
ওই নির্দিষ্ট বইটি থেকে এরকম আরও ৩০ টির বেশি প্রশ্ন কমন এসেছে। প্রতিটি প্রশ্নের পাশে উল্লেখিত পৃষ্ঠা সংখ্যা হলো বইটির প্রথম সংস্করণের পৃষ্ঠা। ইতিমধ্যেই বইটিতে কিছু সংশোধন ও আরও অনেক নতুন অংশ সংযোজন করে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রকাশনা সংস্থার দাবি দ্বিতীয় সংস্করণের বইটি কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য কার্যকরী হবে।
এবার প্রশ্ন হলো একটি বই থেকে কীভাবে এত প্রশ্ন কমন আসতে পারে? এই প্রশ্নের উত্তরে বইটির লেখক জানিয়েছেন, ‘প্রতিটি পরীক্ষার একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন বুঝে পড়লেই পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই নির্দিষ্ট প্যাটার্ন ধরেই বইটি লেখার চেষ্টা করেছি। তাই একটি বই থেকেই এত সংখ্যক কমন পেয়েছে পরীক্ষার্থীরা। লেখক জানিয়েছেন বইটিতে কি কি রয়েছে,
বইটির সুচিপত্রঃ কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্য মন্ত্রীসভা (চিত্র সহ), বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম (চিত্র সহ), কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম, রাজধানী ও রাজ্যপাল, সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ (২০২১ সালের মোট ৫০০ টি কারেন্ট অ্যাফেয়ার্স -এর প্রশ্নোত্তর, টোকিও অলিম্পিক ২০২০, টোকিও অলিম্পিকে ভারতীয় মেডেল জয়ী, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২১, এক নজরে করোনা ভাইরাস, ভারতের ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার ২০২১ (মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার), দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১, সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০, অস্কার পুরস্কার ২০২১, পদ্ম পুরস্কার ২০২১, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ২০২১, পুলিৎজার পুরস্কার ২০২১, নোবেল বিজয়ীদের তালিকা: ২০২০- ২০২১, বিভিন্ন পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে কোন পদে নিযুক্ত, বিভিন্ন কোম্পানির সিইও)
ইতিহাসের সাজেস্টিভ প্রশ্নোত্তর (প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ), ভূগোলের সাজেস্টিভ প্রশ্নোত্তর, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে সাজেস্টিভ প্রশ্নোত্তর, পদার্থ ও রসায়নবিদ্যা থেকে সাজেস্টিভ প্রশ্নোত্তর (পদার্থ ও রসায়নবিদ্যা থেকে সাজেস্টিভ প্রশ্নোত্তর, বিভিন্ন সংকর ধাতুর নাম ও উপাদান, ব্যবহার, বিভিন্ন ধাতুর আকরিকের নাম, বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত, বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ, পরিমাপের বিভিন্ন একক, বিভিন্ন পরিমাপক যন্ত্র, বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম, বিভিন্ন প্রকার বিদ্যার নাম)
জীববিদ্যা থেকে সাজেস্টিভ প্রশ্নোত্তর, খেলাধূলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্টাডি নোট (বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় হবে, প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা, খেলাধুলার সঙ্গে যুক্ত শব্দ, কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, বিভিন্ন খেলার কাপস এবং ট্রফি, কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত), সাহিত্য, সাহিত্যিক ও শিল্প কর্ম (লেখক ও লেখিকা, সাহিত্যিক ও ছদ্মনাম, কয়েকজন বিশিষ্ট পরিচালক এবং তাদের উল্লেখযোগ্য ছবি, কে কোন বাদ্যের সাথে যুক্ত, নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য)
সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ স্টাডি নোট (বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, নদী তীরবর্তী শহর, পৃথিবীর স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ, ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য, ভারতের কৃষি গবেষণাগার, গুরুত্ত্বপূর্ন অভয়ারণ্য ও জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল, গুরুত্বপূর্ণ দিবস, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, এব্রিভিয়েশন)
ভারতীয় সংবিধানঃ গুরুত্বপূর্ণ স্টাডি নোট, কম্পিউটার নলেজঃ ১০০ টি সাজেস্টিভ প্রশ্নোত্তর, ম্যাথেমেটিক্সঃ অধ্যায় ভিত্তিক সূত্র ও সমাধান সহ (বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী, ১- ২০ পর্যন্ত বর্গ ও ঘন, সরলীকরণ, ল.সা.গু. ও গ.সা.গু., গড়, ত্রৈরাশিক, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, মিশ্রণ, শতকরা, সময় ও দূরত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি ও হ্রাস, নল ও চৌবাচ্চা, নৌকা ও স্রোত, অনুপাত ও সমানুপাত, পরিমিতির প্রয়োজনীয় সূত্র, পরিমিতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিকোণমিতি), ইংরেজি গ্রামার সাজেস্টিভ নোট (সঙ্গে প্রাকটিস সেট), রিজনিং থেকে সাজেস্টিভ প্রশ্নোত্তর।
Best book for WBP Constable Exam 2022
এবার জেনে নেওয়া যাক বইটির নাম কি? বইটির লেখক কে?
বইটির নাম হলো Constable & SI 2 in 1 Suggestion, বইটির প্রকাশকের নাম Exam Bangla Publication. বইটির লেখক দেবজ্যোতি রায়, যিনি দীর্ঘ ১৫ বছরের বেশি সময়কাল ধরে কম্পিটিটিভ পড়ানোর ক্ষেত্রে যুক্ত রয়েছেন। বর্তমানে দেবজ্যোতি রায় সাঁকোয়া জি.সি. হাই স্কুল (এইচ.এস.) -এ সহ শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। লেখকের কথায়, ‘বইটির দ্বিতীয় সংস্করণে সাজেস্টিভ ইংরেজি সহ বহু নতুন অংশ সংযোগ করেছি, যা পশ্চিমবঙ্গ পুলিশ কন্সটেবল মেন পরীক্ষার জন্য খুবই কার্যকরী।’ তিনি আরও জানান, ‘কেবল WBP Constable Main পরীক্ষা নয়, পাশাপাশি এই বইটি আগত 2022 WBP Constable প্রিলিমিনারী, সাব- ইন্সপেক্টর প্রিলিমিনারি (WBP SI) (পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ) পরীক্ষার জন্য সমানভাবে কার্যকরী।
WBP Constable PMT & PET নতুন নিয়মঃ Click Here
প্রকাশক সংস্থা Exam Bangla Publication -এর দাবি, ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি কনস্টেবল মেন পরীক্ষার্থী বইটি সংগ্রহ করে নিয়েছেন। এবং কিছুদিনের মধ্যেই এই সংখ্যাটা ৩০ হাজার ছাড়াবে। যেসব পরীক্ষার্থীরা অর্থের অভাবে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন না, অথবা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করেন তাদের পাশে দাঁড়ানোই Exam Bangla Publication -এর মূল উদ্দেশ্য। তাই বই প্রকাশের সংখ্যা বৃদ্ধি না করে কম সংখ্যক বই প্রকাশে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। প্রসঙ্গত, Exam Bangla Publication খুব শীঘ্রই কনস্টেবল মেন পরীক্ষার প্র্যাকটিস সেট (বইটির নাম- Constable Main Advance Mock Fighter) প্রকাশ করতে চলেছে। প্রকাশক সংস্থার কথায়, Constable & SI 2 in 1 Suggestion বই ও Constable Main Advance Mock Fighter বই দুটি সম্পূর্ণ করতে পারলেই একজন পরীক্ষার্থীর কনস্টেবল মেন পরীক্ষায় পাশ করা অনেকে সহজ হয়ে যাবে।
এবার জেনে নেওয়া যাক বইটি কীভাবে অর্ডার করবেন?
বইটি অর্ডার করতে পারবেন Exam Bangla Publication -এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট টি হলো www.exambanglapub.com
বইটির মূল্য রয়েছে ২৭৯/- টাকা। কিন্তু ‘EXAMB20‘ কুপন কোড ব্যবহার করে আপনি মাত্র ২৬৯/- টাকায় বইটি অর্ডার করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি নেওয়া যাবে। সংস্থার দাবি, অর্ডার দেওয়ার ৫- ৬ দিনের মধ্যে বইটি ডেলিভারি পাওয়া যাবে।
বইটি অর্ডার দেওয়ার জন্য লিংকে ক্লিক করতে পারেন- Buy Now
WBP Constable Main Exam Book
Book Title: Constable & SI 2 in 1 Suggestion by Exam Bangla (Exam Bangla Book for WBP Exam)
Publisher: EXAM BANGLA PUBLICATION
Author: Debajyoti Ray. M.Sc., B.Ed. Assistant Teacher, Sankoa G.C. High School (H.S.)
ISBN: 9788195466115
Edition: 2nd Edition, 2022
Pages: 256
Publisher Contact Details:
EXAM BANGLA PUBLICATION
E-mail : info.exambangla@gmail.com
WhatsApp No. : (+91) 8001650019