এক নজরে
প্রিয় পরীক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জানো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) অর্থাৎ লোকসেবা আয়োগ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে CLERKSHIP EXAMINATION, 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত ৪ঠা ডিসেম্বর, ২০২৩ তারিখে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পরীক্ষার ফর্ম ফিল-আপ শুরু হয়েছিল ৮ই ডিসেম্বর, ২০২৩ তারিখে। কমিশনের বিশেষ সূত্র মারফৎ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৮ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী এবারের পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছে অর্থাৎ আবেদন জানিয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জুন, ২০২৪ নাগাদ এই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষায় সফল হওয়ার জন্য আজ থেকেই প্রয়োজন সঠিক প্রস্তুতি। যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন হয় সঠিক একটি গাইড বুক। যা তোমাদেরকে পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন, নেগেটিভ মার্কিং ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে। আজকের প্রতিবেদনে এরকম একটি দুর্দান্ত এবং সহজলভ্য বইয়ের ব্যাপারে তোমাদের জানাচ্ছি।
WBPSC Clerkship Best Book 2024
ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে বিভিন্ন ধরনের গাইড বই রয়েছে। বিভিন্ন প্রকার বইয়ের মধ্যে থেকে সঠিক বইটি খুঁজে বের করা অনেক কষ্টকর। সঠিক বই নির্বাচনের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এমন একটি বই তোমাদের প্রয়োজন যেখানে পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস দেওয়া থাকবে, নম্বর বিভাজন অর্থাৎ কোন বিষয় থেকে মোট কত নম্বরের প্রশ্ন আসে সেটা দেওয়া থাকবে, সঙ্গে দেওয়া থাকবে বিগত বছরের প্রশ্নপত্র নম্বর বিশ্লেষণ সহ, লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিষয়ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল এবং MCQ প্রশ্নোত্তর, গাইড বই হলেও বইটিতে কিছু প্র্যাকটিস সেট থাকা বাঞ্ছনীয়। সবশেষে বইটির এডিটর যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যিনি সংশ্লিষ্ট দপ্তরের পরীক্ষা এবং সমসাময়িক চাকরির পরীক্ষা সম্পর্কে অবগত তাহলে বইটির গুণমান বৃদ্ধিতে বিষয়টি বিশেষ সহায়ক হয়। বাজারে উপলব্ধ এমন একটি বই হল Exam Bangla প্রকাশিত “Clerkship Ultimate Guide”। বইটির সম্পাদনা করেছেন শ্রী কৌশিক রায়, যিনি বর্তমানে CDPO (Child Development Project Officer), WBCS অফিসার পদে কর্মরত আছেন।
☑️ WBPSC Clerkship Preparation Group: Join Now
🟢 কেন এই বইটি পড়বেন? (বইটির বিশেষত্ব)
এই বইটি কেন তোমরা সংগ্রহ করবে, বইটির বিশেষত্ব কি এবং WBPSC Clerkship পরীক্ষায় সফলতা অর্জনের ক্ষেত্রে এই বইটি কিভাবে তোমাদের সহায়ক হয়ে উঠতে পারে সেই বিষয়টি কয়েকটি পয়েন্টে আলোচনা করলাম।
● বইটি WBPSC Clerkship পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে লেখা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, পরিবেশ, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, অর্থনীতি, গণিত এবং ইংরেজি প্রতিটি বিষয় সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
● শুরুতেই দেওয়া রয়েছে বিশ্লেষণ ভিত্তিক সূচিপত্র। যার ফলে তোমরা সহজেই দেখে নিতে পারবে বইতে কোন কোন টপিকের ওপর কি ধরনের কন্টেন্ট অথবা স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে।
● বইটিতে বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। গণিতের প্রশ্নগুলির সমাধান দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল এই বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস (কোন বিষয় থেকে মোট কত নম্বরের প্রশ্ন) অর্থাৎ বিশ্লেষণ দেওয়া হয়েছে টেবিল আকারে। যেটি তোমরা বইটির শুরুতেই ১০ এবং ১১নং পৃষ্ঠায় দেখতে পাবে।
● গুরুত্ত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালসগুলি অল্প জায়গায় টেবিল আকারে দেওয়া রয়েছে। যেকোনো বিষয় মনে রাখার ক্ষেত্রে এটি বিশেষ সহায়ক হয়ে উঠবে।
● প্রত্যেকটি অধ্যায়ের শুরুতেই বিষয়ভিত্তিক MCQ প্রশ্নোত্তর দেওয়া আছে। প্রশ্নগুলি পরীক্ষার জন্য উপযুক্ত এবং কমনযোগ্য। আকর্ষণীয় বিষয় হল MCQ প্রশ্নগুলির ক্ষেত্রে প্রতিটি পৃষ্ঠার নিচেই উক্ত পৃষ্ঠায় থাকা সমস্ত প্রশ্নের Answer Key দেওয়া আছে।
● বইটির শেষ ভাগে অর্থাৎ ৪১৬নং পৃষ্ঠায় দেওয়া আছে সাজেস্টিভ প্র্যাকটিস সেট। মোট ৫ টি প্র্যাকটিস সেট এখানে রয়েছে। যেখান থেকে খুব সহজেই তোমরা নিজের প্রস্তুতির মান যাচাই করে নিতে পারবে।
● অত্যাধিক অপ্রয়োজনীয় কন্টেন্ট দিয়ে অনুচিত ভাবে বইয়ের পৃষ্টা সংখ্যা বাড়ানো হয়নি। মাত্র ৪৪৮ পৃষ্টার এই বইটির পেজ কোয়ালিটি এবং বাইন্ডিং অত্যন্ত প্রশংসনীয়। পৃষ্টা সংখ্যা, বইয়ের গুণগত মান এবং কন্টেন্টের প্রেজেন্টেশন অনুযায়ী বাজারের অন্যান্য বইগুলির তুলনায় এই বইটির দাম এককথায় অতন্ত্য সহজলভ্য।
☑️ WBPSC Clerkship Free Practice Set: Click Here
WBPSC Clerkship পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই বইটি তৈরী। WBPSC Clerkship পরীক্ষার সিলেবাস নীচে দেওয়া হয়েছে। এই সিলেবাস অননুসরণ করে বইটি তৈরী করা হয়েছে। বইটি সংগ্রহ করতে চাইলে নীচের লিংকে ক্লিক করে অর্ডার করতে পারেন। পাশাপাশি Exam Bangla Publication -এর WhatsApp নম্বরে অর্ডার করতে পারেন। WhatsApp Number – (+91) 8001650019
☑️ Clerkship পরীক্ষার ফ্রী Mock Test অ্যাটেন্ড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন কর 👇👇
WBPSC Clerkship পরীক্ষার সিলেবাস
English (30 Marks)
- শব্দের সঠিক ব্যবহার
- বিপরীত শব্দ
- সমার্থক শব্দ
- বাক্য গঠন
- গ্রামার
- ভোকাবুলারি
General Studies (40 Marks)
- ভারতীয় ইতিহাস
- ভারতীয় ভূগোল
- দৈনন্দিন বিজ্ঞান
- কারেন্ট অ্যাফেয়ার্স
Arithmetic (30 Marks)
- ভগ্নাংশ
- দশমিক
- সরলীকরণ
- বিভাজ্যতা
- ল.সা.গু
- গ.সা.গু
- অংশীদারিত্ব
- গড়
- অনুপাত
- সরল সুদ
- লাভ – ক্ষতি
- সময় ও দূরত্ব
- আয়তক্ষেত্র
- বর্গক্ষেত্র
☑️ Clerkship Ultimate Guide Buy Links
➦ Exam Bangla Pub: Order Now (Best Discount)