শিক্ষার খবর

বাড়ছে স্কুলছুটের হার! হাইকোর্টের নির্দেশে রিপোর্ট তলব করবে শিক্ষা দপ্তর

Advertisement

কোভিডকালে রাজ্যে স্কুলছুটের সংখ্যা গুরুতর আকার ধারণ করেছিল। কিন্তু কোভিড পরে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সম্প্রতি সে বিষয়ে রিপোর্ট প্রস্তুতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জেলাগুলির কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট তলব করতে হবে রাজ্য শিক্ষা দপ্তরের কমিশনারকে।

রাজ্যের বিভিন্ন সরকারি বাড়ছে স্কুলছুটের হার, স্কুলে কোভিডের আগে পড়ুয়া সংখ্যা কত ছিল ও কোভিডের পরবর্তীতে সংখ্যাটা কোথায় পৌছেছে সে বিষয় খতিয়ে দেখে রিপোর্ট প্রস্তুত করতে হবে। হাইকোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট রিপোর্টে যদি দেখা যায় কোরোনাকালের পরেও স্কুলছুটের সংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে অতি শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পড়ুয়াদের স্কুলে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যকে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের চাকরির খবর ২০২৩

কোরোনা অতিমারির সময়ে পঠনপাঠন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছিল। সে সময় অনলাইন মোডে চলে স্কুল, কলেজের পড়াশোনা। এদিকে অনলাইনে পড়াশোনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় পড়ুয়াদের মধ্যে স্কুলছুটের প্রবণতা বাড়ে। তাছাড়া পড়াশোনা ছেড়ে কর্মক্ষেত্রে যুক্ত হন বহু পড়ুয়া। ফলে সে সময় স্কুলছুটের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বেড়ে যায়। সূত্রের খবর, আবার বেশ কিছু জায়গায় দেখা যায় কোরোনা পরিস্থিতির পরেও স্কুলছুটের সংখ্যায় হেরফের ঘটেনি। তাই এবার গোটা পরিসংখ্যানটাই দেখতে চাইছে হাইকোর্ট। সেই অনুযায়ী রিপোর্ট তলবের নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়ছে স্কুলছুটের হার

Related Articles