শিক্ষার খবর

মাধ্যমিক পরীক্ষার দিনে বনধ! সমস্যায় পড়তে পারেন রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা!

Advertisement

বৃহস্পতিবার ২৩ শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে মাধ্যমিক। এদিকে জানা যাচ্ছে, ওইদিন পাহাড়ে বনধ ডেকেছেন বিনয় তামাং। ফলে পাহাড়ে থাকা মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ে বসবাসরত প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী চলতি বছরের মাধ্যমিকে অংশগ্রহণ করতে চলেছেন। সূত্রের খবর, দার্জিলিং জেলার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩৭টি। ওই জেলার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫৩২৯ জন। অন্যদিকে কালিম্পং জেলার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩৪টি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৩৯ জন। জানা যাচ্ছে, পাহাড়ে বনধের খবর এসে পৌছেছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

FB Join

সূত্রের খবর, ওই দিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনধ ডাকা হয়েছে। স্কুল শিক্ষা দফতর শিলিগুড়ি জেলার ডিআইকে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে বনধের বিপক্ষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার দিনে বনধের পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে বেশ ভোগান্তির শিকার হবেন পরীক্ষার্থীরা। যদিও পরীক্ষার আগে আয়োজন করা সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিনয় তামাং। তবে পরীক্ষার্থীদের মধ্যে যে বনধ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে তা ধারণা করা যায়।

Related Articles