বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, নিয়োগ পদ্ধতি কেমন হবে ইত্যাদি জানতে হলে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট।
শূন্যপদের সংখ্যা- এই পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে।
বেতন- প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা- ইচ্ছুক পদপ্রার্থীদের বয়স ৬২ বছরের নীচে হলে ভালো হয় ও এই পদ প্রার্থীর বয়স কখনই ৬৫ বছরের ঊর্ধ্বে হলে চলবে না।
শিক্ষাগত যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, এছাড়া ইচ্ছুক পদপ্রার্থীদের অন্ততপক্ষে ৫ বছর অ্যাকাউন্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি- এইক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না। একটি পার্সোনালিটি টেস্ট হবে ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলি জমা করতে হবে।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ
নির্বাচন প্রক্রিয়া- এই ইন্টারভিউয়ের পরে তিনজনের একটি লিস্ট বেরোবে। এই নির্বাচিত তিনজনের মধ্যে যিনি প্রথম হবেন তিনি এই কাজটি পাওয়ার যোগ্য তবে প্রথমজন যদি গ্রহণ না করেন তাহলে দ্বিতীয় জন এবং দ্বিতীয় জন না হলে তৃতীয়জন এই কাজটি পাবেন। এটি একটি কন্ট্রাক্ট ভিত্তিক কাজ।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের ১২/৩/২০২৫ তারিখে চারটের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে। সকল আবেদন পত্র নিম্নলিখিত ঠিকানায় দিতে হবে- ব্লক ডেভেলপমেন্ট অফিস, খয়রাশোল, ডেভেলপমেন্ট ব্লক জেলা বীরভূম।
প্রয়োজনীয় নথি-
১। একটি এপিক কার্ড যেটি সেল্ফ অ্যাটেস্টেড করা থাকবে
২। একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বিডিও অফিস থেকে পাওয়া যাবে ও এই সার্টিফিকেটটির অরিজিনাল কপি দিতে হবে।
৩। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে যাতে বয়সের প্রমাণ পাওয়া যাবে।
৪। শেষ বেতনের সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি দিতে হবে।
৫। পেনশন পেপারের সেল্ফ অ্যাটেস্টেড কপি দিতে হবে।
৬। শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি লাগবে।
৭। সেল্ফ অ্যাটেস্টেট করা আধার কার্ড।
৮। কম্পিউটারের এমএস অফিসের ওপর সার্টিফিকেট অফ নলেজ।
৯।পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ
আরও পড়ুনঃ কলকাতা পোর্টে ৩৫ হাজার টাকা বেতনের নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?
আবেদনের শেষ তারিখ- এই পদের জন্য আবেদনের শেষ তারিখ হল ১২/৩/২০২৫।
ইন্টারভিউয়ের তারিখ- ২৪/৩/২০২৫ তারিখে একটার সময় ইন্টারভিউ হবে ও এই ইন্টারভিউয়ের জন্য ১১ টা থেকে ১২টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.