রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-সি পদে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের প্রতিবেদনে।
পদের নাম- কমিউনিটি হেলথ এসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ১০ টি। (UR-5 টি, SC-2 টি, ST-1 টি, OBC A-1 টি, OBC B-1 টি)
শিক্ষাগত যোগ্যতা – ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো ইনস্টিটিউট থেকে ANM/GNM কোর্স করা থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে ১৩,০০০/- টাকা।
চাকরির খবরঃ ভারতীয় রেলে ৫৬৩৬ শূন্যপদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে মধ্যে। নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভর প্রয়োজনীয় সমস্ত নথি যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। মুখবন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে Application For The Post of_____ (পদের নাম)। আবেদন করতে হবে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট এর মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the Chief Medical Officer (DPMU SECTION ROOM NO-7) New Administrative Building
Old Out Door Campus
Po- Suri, District- Birbhum
Pin-731101, West Bengal
আবেদন ফি- আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা (General Cast) এবং ৫০ টাকা (SC/ST/OBC/PH Cast) এদের জন্য ধার্য্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে এনইএফটি / ব্যাংক ট্রান্সফার/ ফোন পে/ গুগোল পে মাধ্যমে।
চাকরির খবরঃ রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বয়সের প্রমাণপত্র।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) আধার কার্ড/ভোটার কার্ড।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ছবি।
৬) ANM/GNM সার্টিফিকেট।
৭) আবেদন ফি জমা করার কপি।
আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই ২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে।
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here