রাজ্যের জেলা আদালতে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, এইট পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পুরুষ- মহিলা উভয় আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।
মোট শূন্যপদ- ২৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে সাথে কম্পিউটারে ভালো দক্ষ হতে হবে। তাহলেই প্রার্থীরা আবেদনযোগ্য।
বেতন কাঠামো- ২২,৭০০-৫৮,৫০০।
পদের নাম- প্রসেস সার্ভার।
মোট শূন্যপদ- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সাথে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে। তবেই প্রার্থীরা এক্ষেত্রে অগ্ৰাধীকার পাবে।
পদের নাম- পিওন/ নাইট গার্ড।
মোট শূন্যপদ- ৪৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন যোগ্য।
বেতন কাঠামো- ১৭০০০-৪৩,৬০০।
পদের নাম- ইংলিশ স্টেনোগ্ৰাফার।
মোট শূন্যপদ- ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটারে মিনিটে ৮০ শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে। তাছাড়াও প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। তবেই প্রার্থীরা আবেদনযোগ্য।
বেতন কাঠামো- এক্ষেত্রে প্রার্থীদের ৩২,১০০- ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম- বেঙ্গলি স্টেনোগ্ৰাফার।
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাশ হতে হবে। তাছাড়াও প্রার্থীদের ইংরেজি থেকে বাংলা ভাষা পরিবর্তন করতে জানতে হবে। তাছাড়াও প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
বেতন কাঠামো- এক্ষেত্রে প্রার্থীদের ২৮,৯০০-৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়স- উপরোক্ত পদগুলির ক্ষেত্রে কেবলমাত্র বেঙ্গলি স্টেনোগ্রাফার এবং ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে ১/১/২০২২ অনুযায়ী ১৮-৩৯ বছর এবং অন্যান্য পদগুলির ক্ষেত্রে ১/১/২০২২ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হিসাব করা হবে।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল।
ইংলিশ স্টেনোগ্ৰাফার-
- General English- 90 marks
- Typing Test- 80 Marks.
বাংলা স্টেনোগ্ৰাফার-
- Paper l- 100 marks. Multiple Choice MCQ question, General Knowledge Basic Math.
- Paper ll- 40 Marks Conventional type Questions, Grammar Accuracy, English Bengali written Skill.
- Personality test- 20 marks.
লোয়ার ডিভিশন ক্লার্ক-
- Paper l- 100 marks. Multiple Choice MCQ question, General Knowledge Basic Math.
- Paper ll- 40 marks. Conventional type Questions, Grammar Accuracy, English Bengali written Skill.
- Personality test- 20 marks.
প্রসেস সার্ভারের বিষয়- প্রার্থীদের কেবলমাত্র ১০ নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পিওন/ নাইট গার্ড-
- Paper l- 90 marks. Multiple Choice MCQ question, General Knowledge Basic Math.
- Personality test- 20 marks.
নিয়োগের স্থান- বীরভূম জেলা আদালতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। বীরভূম জেলা আদালতের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইট টি হলো drcbirbhum2022.in
আবেদন ফি-
- ইংলিশ স্টেনোগ্ৰাফার- UR/ OBC- 800, SC/ST- 600, PWD- 480 টাকা।
- বাংলা স্টেনোগ্ৰাফার- UR/ OBC- 700 টাকা, SC/ST- 500, টাকা, PWD- 420. টাকা।
- লোয়ার ডিভিশন ক্লার্ক- UR/ OBC- 600 টাকা, SC/ ST- 400 টাকা, PWD- 360 টাকা।
- প্রসেস সার্ভার- UR/ OBC- 500 টাকা, SC/ ST- 300 টাকা, PWD- 360 টাকা।
- পিওন/ নাইট গার্ড- UR/ OBC- 400 টাকা, SC/ ST- 200 টাকা, PWD- 300 টাকা।
আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১২ মে, ২০২২ তারিখ পর্যন্ত।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here