ময়ূরাক্ষী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্টসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 2/2(3)/MMUL
পদের নাম- Dairy Technologist
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Dairy Technologist -এ B.Tech করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে গ্রুপ- ডি নাইট গার্ড নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ ইমেল আইডির (mayurakhimul@gmail.com) -র মাধ্যমে মেইল করতে হবে।
ইন্টারভিউয়ের স্থান- Conference Hall Office Office of the District Magistrate Of Birbhum, Suri
ইন্টারভিউয়ের তারিখ- ১১ জানুয়ারি, ২০২৩ ( দুপুরঃ ১ টা)।
Official Notification: Download Now
Official Website: Click Here