পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল বীরভূম ব্লক ডেভেলপমেন্ট অফিস। ওই জেলার বোলপুরে অবস্থিত সাত্তোর গ্রামের কেন্দ্রডাঙ্গাল উচ্চ মাদ্রাসার একটি মহিলা হোস্টেলে এই নিয়োগটি হতে চলেছে। ন্যূনতম যোগ্যতায় স্বনির্ভর দলের মহিলারা এখানে আবেদন জানাতে পারবেন। সম্প্রতি অফিসিয়াল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। চাকরিপ্রার্থী এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত হতে পারবেন। তাহলে কোন কোন পদ রয়েছে? কবে ইন্টারভিউ নেওয়া হবে? ইত্যাদি বিশদে জানতে শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
পদের নাম-
- মেট্রন
- কুক
- হেল্পার
- নাইটগার্ড
- কর্ম বন্ধু
শূন্য পদের সংখ্যা- ৫টি
আবেদনের বিভিন্ন যোগ্যতা-
১) এখানে কেবলমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে সাত্তোর গ্রামের একটি স্বনির্ভর দলের মহিলা হতে হবে।
২) এক্ষেত্রে স্বনির্ভর দলটি সাত্তোর গ্রামের কেন্দ্রডাঙ্গাল উচ্চ মাদ্রাসা মহিলা হোস্টেলের ১০০ মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রাধিকার দেওয়া হবে।
৩) এখানে গ্রেড পাশ স্বনির্ভর দলগুলিকে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। A- গ্রেডের স্বনির্ভর দল উপলব্ধ না থাকলে B-গ্রেডের দলকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪) এর পাশাপাশি আবেদনকারী সদস্যার সন্তান উল্লেখিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হলে অগ্রাধিকার দেওয়া হবে।
৫) স্বনির্ভর দলের অন্ততপক্ষে দুই থেকে তিনজন প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
৬) ঋণ মুক্ত স্বনির্ভর দলের প্রার্থী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
চাকরির খবরঃ কলকাতা মেট্রো রেলে ম্যানেজার পদে কর্মী নিয়োগ
মাসিক বেতন- সরকারি বিদ্যালয় এর মহিলা হোস্টেলে এই নিয়োগটি হচ্ছে। জেলার অন্তর্ভুক্ত স্বনির্ভর দলগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত উদ্যোগ। তাই চাকরিপ্রার্থীদের মধ্যে যারা এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তাদেরকে যথেষ্ট ভালো মানের বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা বা শক্ত নিয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে না। উপরে উল্লেখিত আবেদনের যোগ্যতা গুলি থাকলে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। এক্ষেত্রে বীরভূম ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে ২৯/০৪/২০২৫ তারিখে একটি ওয়াক ইন ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। ঐদিন ইচ্ছুক চাকরি প্রার্থীদের সকাল সাড়ে দশটার মধ্যে বোলপুর শ্রীনিকেতন ব্লকে যে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্বনির্ভর গোষ্ঠীর সকল তথ্য, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথির আসল এবং ২ কপি জেরক্স সঙ্গে রাখতে হবে। এই সম্পর্কে আরও বিশদে জানতে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.