রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতন বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা ন্যাশনাল ইনস্টিটিউট থেকে অন্ধদের পড়ানোর উপরে যেকোনো ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও যেকোনো শাখায় প্রার্থীকে স্নাতক হতে হবে।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী প্রতি মাসে ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা।
চাকরির খবরঃ রাজ্যে প্রচুর শূন্যপদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.birbhum.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে উল্লেখিত ঠিকানায় রেজিস্টার পোস্ট/ স্পিড পোস্ট/ কুরিয়ার অথবা বাই হ্যান্ড এর মাধ্যমে জমা দিতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Shri Shri Ramkrishna Satyananda Dristideep shikhaniketan, Kalidanga, P.O- Kharbona, P.S- Rampurhat,Dist- Birbhum, Pin- 731233
নিয়োগের স্থান- বীরভূম জেলার অন্তর্গত কালিডাঙ্গা গ্রামে অবস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন বিদ্যালয়ে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ৩০ শে এপ্রিল, বিকেল ৪ টার মধ্যে।
চাকরির খবরঃ ৮ হাজার শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
Official Notice: Download Now
Application form: Click Here
Daily Job Update: Click Here