রাজ্যের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 1/2023
Post Name- Technician “A”
Total Vacancy- 2 টি। (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI Course করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৩৪,৭২৫ টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ২৮/০১/২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ ভারতীয় রেলে ৪,১০৩ টি শূন্যপদে নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে JPEG /JPG Format -এ আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৮ জানুয়ারি, ২০২৩
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card, Bhim UPI -এর মাধ্যমে।
চাকরির খবরঃ WBPSC -এর মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ
নিয়োগ স্থান- বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (UR), নর্থ বেঙ্গল সাইন্স সেন্টার (SC)
[quads id=10]
Official Notification: Download Now
Apply Now: Click Here








