বিভিন্ন সময় বাংলায় জন্ম হয়েছে বহু প্রতিভাবান সন্তানের। দেশ থেকে বিশ্বের দরবারে বারংবার বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাঁরা। সম্প্রতি আরও এক বঙ্গ সন্তানের সাফল্যে গর্বিত বাঙালি। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বপ্ন পূরণ হলো বনগাঁর ছেলে বিশ্বজিৎ দাসের। ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার ইসরোর জন্য নির্বাচিত হয়েছেন তিনি। সেখানে সহকারী কারিগর প্রকৌশলী হিসেবে নিযুক্ত হওয়ার ডাক পেয়েছেন বিশ্বজিৎ।
উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস। বি-টেক উত্তীর্ণ হয়ে তিনি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসা শুরু করেন। ২০১৪ সাল থেকে নানান পরীক্ষায় বসেন বিশ্বজিৎ। ইচ্ছে ছিল দেশের জন্য কাজ করার। এদিকে সেনাবাহিনীতে যোগ দিতে যে শারীরিক প্রশিক্ষণ হয়, সেখানে শারীরিক মাপজোকে খামতি ছিল। কিন্তু হাল ছাড়েননি বিশ্বজিৎ। ইসরোর পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করেন তিনি। প্রথম ও দ্বিতীয় বারের চেষ্টায় সফলতা না এলেও তৃতীয় বারের চেষ্টায় ধরা দিল সাফল্য। ইসরো থেকে ডাক পেলেন বিশ্বজিৎ। সব কিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যে কাজে যোগ দেবেন তিনি।
আরও পড়ুনঃ ইউক্রেন ফেরৎ ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর
বিশ্বজিৎ এর সাফল্যে খুশির রেশ ছড়িয়েছে তাঁর পরিবারে। খুশি তাঁর বাবা বিবেক দাস ও মা মায়া দাস। ছেলের সাফল্যে চোখে আনন্দাশ্রু তাঁর পরিবারের। মধ্যবিত্ত পরিবারের ছেলে বিশ্বজিৎ নানান আর্থিক অনটন টপকেও সফলতা এনেছেন ঘরে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘লক্ষ্য স্থির রেখে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।’ আগামী দিনে ইসরোয় জয়েন করে নিজের কাজের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে চান বিশ্বজিৎ।