কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 04/2022
পদের নাম- Radio Mechanic, Operator Communication, Driver Mechanical Transport (OG), Vehicle Mechanic , MSW Driller, Mason, Painter, Mess Waiter
মোট শূন্যপদ- ৫৬৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর ২৫/ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Commandant, BRO School & Centre, Dighi Camp, Pune- 411015
আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
চাকরির খবরঃ রাজ্যের শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here