কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর তরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কনস্টেবল ওয়ার্ড বয় সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ মহিলা উভয়ই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
BSF Constable Recruitment 2023
Employment No-
পদের নাম- CT (Ward Boy/ Ward Girl/ Aya)
মোট শূন্যপদ- ৫ টি।
পদের নাম- Constable (Table Boy)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের শিলিগুড়ি কলেজে শিক্ষক নিয়োগ
পদের নাম- Junior X-RAY Assistant (Head Constable)
মোট শূন্যপদ- ৪০ টি।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- ASI/ Lab Technician
মোট শূন্যপদ- ৭ টি।
পদের নাম- ASI/ Dental Technician
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- পে লেভেল অনুযায়ী ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যে জুট বোর্ডে কর্মী নিয়োগ
পদের নাম- SI/ Stuff Nurse
মোট শূন্যপদ– ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ GNM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
চাকরির খবরঃ NLC India -তে বিনামূল্যে প্রশিক্ষণ
আবেদনের শেষ তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Physical Standards Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here