এক নজরে
বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩: পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় মোট ৩ হাজার শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্র (BSK) -এ কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের পঞ্চায়েত ভোটের আগেই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। (BSK Online Apply 2023)
বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ (BSK Recruitment 2023)
বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ 2023 | |
পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর (DEO) |
মোট শূন্যপদ | ৩০০০ |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাস |
বয়স | ৪০ বছরের মধ্যে |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bsk.wb.gov.in |
বাংলা সহায়তা কেন্দ্রে মোট শূন্যপদ (BSK Total VAcancy 2023)
BSK Total Vacancy 2023 | |
জেলার নাম | মোট শূন্যপদ |
আলিপুরদুয়ার | ৩৪ |
বাঁকুড়া | ৭৮ |
বীরভূম | ৬৪ |
কোচবিহার | ৪৮ |
দক্ষিণ দিনাজপুর | ২৩ |
দার্জিলিং | ৩৬ |
হুগলি | ৭৯ |
হাওড়া | ৬০ |
জলপাইগুড়ি | ৩৫ |
ঝাড়গ্রাম | ৩৪ |
কালিম্পং | ২৯ |
মালদহ | ৭২ |
মুর্শিদাবাদ | ১০৭ |
নদিয়া | ৭৭ |
উত্তর চব্বিশ পরগনা | ৮২ |
পশ্চিম বর্ধমান | ২৭ |
পশ্চিম মেদিনীপুর | ১০৩ |
পূর্ব বর্ধমান | ৭৩ |
পূর্ব মেদিনীপুর | ১০১ |
পুরুলিয়া | ৬৪ |
দক্ষিণ চব্বিশ পরগনা | ১৫৯ |
উত্তর দিনাজপুর | ৪৫ |
কলকাতা | ৩০ |
বাংলা সহায়তা কেন্দ্রে কোন পদে নিয়োগ করা হয়?
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। যেসব পদে কর্মী নিয়োগ করা হয় সেগুলি হল-
BSK Post Name Details:
1) ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
2) চিফ টেকনোলজি অফিসার (CTO)
3) চিফ ফাইন্যান্স অফিসার (CFO)
4) সিনিয়র সফটওয়্যার পার্সোনাল
5) রেকনসিলেশন পার্সোনাল
6) হেল্প ডেস্ক পার্সোনাল
7) চিফ অপারেটিং অফিসার (COO)
বাংলা সহায়তা কেন্দ্র বেতন 2023 (BSK Salary 2023)
বাংলা সহায়তা কেন্দ্র বেতন 2023 | |
পদের নাম | মাসিক বেতন |
ডাটা এন্ট্রি অপারেটর (গ্রুপ- সি) | ১০ হাজার |
চিফ টেকনোলজি অফিসার | ১ লক্ষ ৬৬ হাজার |
চিফ ফাইন্যান্স অফিসার | ১ লক্ষ ৬৬ হাজার |
সিনিয়র সফটওয়্যার পার্সোনাল | ৭৫ হাজার |
রেকনসিলেশন পার্সোনাল | ২৫ হাজার |
হেল্প ডেস্ক পার্সোনাল | ২৫ হাজার |
চিফ অপারেটিং অফিসার | ২ লক্ষ ৫০ হাজার |
বাংলা সহায়তা কেন্দ্র শিক্ষাগত যোগ্যতা (BSK Post Qualification)
বাংলা সহায়তা কেন্দ্রে যেসব পদে নিয়োগ করা হয় অর্থাৎ উপরে উল্লেখিত প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হল-
1) ডাটা এন্ট্রি অপারেটরঃ যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
2) চিফ টেকনোলজি অফিসারঃ কোনো নামি প্রতিষ্ঠান থেকে এম.টেক ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। এই পদের ক্ষেত্রেও কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
3) চিফ ফাইন্যান্স অফিসারঃ সি.এ থাকা আবশ্যক। উক্ত পদের ক্ষেত্রে প্রার্থীর ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।
4) সিনিয়র সফটওয়্যার পার্সোনালঃ এমসিএ/ এমটেক/ বি টেক থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
5) রেকনসিলেশন পার্সোনালঃ কোনো নামি প্রতিষ্ঠান থেকে বিকম অথবা বিবিএ থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
6) হেল্প ডেস্ক পার্সোনালঃ যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন
7) চিফ অপারেটিং অফিসারঃ কোনো নামি প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি / এমবিএ প্রার্থীরা আবেদনের যোগ্য।
বাংলা সহায়তা কেন্দ্র আবেদন পদ্ধতি (BSK Online Apply 2023)
বাংলা সহায়তা কেন্দ্রের যেকোনো পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী Webel Technology দপ্তরের মাধ্যমে নিয়োগ করে থাকে। Webel Technology BSK নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ও নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে।
অনলাইনে আবেদন করা যায় বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra- BSK) – এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট টি হল www.bsk.wb.gov.in , অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন করার লিঙ্ক আপডেট করা হবে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে বিগত বছরের বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ পদ্ধতি
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়। ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবল টেকনোলজি লিমিটেড (Webel Technology Limited- WTL). আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করা হয়। ইন্টারভিউয়ের তালিকা অনুযায়ী বিভিন্ন জেলায় ইন্টারভিউয়ের আয়োজন হয়ে থাকে।
BSK Interview List- Download Now
BSK Full form
BSK -এর পুরো নাম হলো ‘Bangla Sahayata Kendra’ (বাংলা সহায়তা কেন্দ্র)
বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ FAQ
বাংলা সহায়তা কেন্দ্র বেতন কত?
বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত কর্মীদের বেতন ক্রম ভিন্ন। প্রতিটি আলাদা আলাদা পদ অনুযায়ী বেতনক্রম রয়েছে। প্রতিটি পদের বেতন এই প্রতিবেদনে আপডেট করা রয়েছে।
বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে আবেদন করব?
www.bsk.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
বাংলা সহায়তা কেন্দ্র লিস্ট কিভাবে ডাউনলোড করব
বাংলা সহায়তা কেন্দ্র ইন্টারভিউ লিস্ট ডাউনলোড করার জন্য এই প্রতিবেদনে লিংক দেওয়া রয়েছে।
Official Notice (Last Year Notice): Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here