বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের পিএইচডি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এ সম্বন্ধীয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এছাড়া জানানো হয়েছে ‘স্টেট ফান্ডেড ফেলোশিপ’ এর ভর্তির ব্যাপারেও। বিজ্ঞান, বানিজ্য, আর্টস, আইন সহ অন্যান্য বিষয়ের পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবেন প্রার্থীরা। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে আসতে হবে।
বর্তমানে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। যা চলবে আগামী ৩০শে মার্চ পর্যন্ত। আবেদনমূল্য ধার্য হয়েছে ২৫০/- টাকা। আবেদন জানানোর পদ্ধতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা সমতুল ডিগ্রিতে ন্যুনতম ৫৫ শতাংশ নম্বর থাকলে পিএইচডির জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। ‘স্টেট ফান্ডেড ফেলোশিপ’ দেওয়া হবে মেধার ভিত্তিতে।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
পিএইচডিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয় ও রিসার্চ মেথোডলজির উপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। এই পরীক্ষাটি হবে এমসিকিউ প্রশ্ন ভিত্তিক। এতে থাকবে ৫০ টি প্রশ্ন। প্রতি প্রশ্নের মান থাকবে দুই নম্বর করে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে প্রার্থীদের। প্রসঙ্গত, এমফিল থাকা প্রার্থীরা, ইউজিসি নেট/CSIR নেট/ সেট/গেট বা এ ধরণের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় পাশ করা প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে হবে না। সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেবেন তাঁরা।
চাকরির খবরঃ রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে বিরাট নিয়োগ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে নির্বাচিত প্রার্থীদের পিএইচডি কোর্সে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া এ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।
Official Notification: Download Now