চাকরির খবর: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ চলছে। নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর IISCO STEEL PLANT -এর অধীনস্থ হাসপাতালে। বিভিন্ন বিভাগে সর্বমোট 50 টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় রয়েছে চাকরির সুযোগ। নিয়োগ করা হবে ইন্টার্ন প্যারামেডিক্স হিসেবে। ইন্টার্নশিপ চলাকালীন স্টাইপেন্ড পাবেন। জেনে নিন কোন বিভাগে কয়টি শূন্যপদ আছে ও তার যোগ্যতাবলী। Steel Authority of India Limited (SAIL) Recruitment 2021.
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
অপারেশন থিয়েটার টেকনিশিয়ান (Including CSSD Manifold Technicians)
শূন্যপদের সংখ্যা: 7 টি ।
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল টেকনোলজি (অপারেশন থিয়েটার) বিষয়ে বিএসসি পাশ বা অপারেশন থিয়েটার টেকনিক বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে।
ড্রেসার
শূন্যপদের সংখ্যা: 3টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ + যেকোন স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে মেডিকেল ড্রেসিং কোর্সের সার্টিফিকেট।
এক্সরে টেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা: 4টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে রেডিওগ্রাফি বিষয়ে 2 বছরের ডিপ্লোমা।
ল্যাবরেটরী টেকনিশিয়ান (Including Blood Bank Technician)
শূন্যপদের সংখ্যা:12 টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ, সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
ইসিজি টেকনিশিয়ান (for OHSC)
শূন্যপদের সংখ্যা: 3 টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ, সঙ্গে যেকোনো অনুমোদিত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে ইসিজি বিষয়ে কোর্স থাকতে হবে।
ডায়ালাইসিস টেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা: 2 টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি পাশ ও ডায়ালিসিস টেকনিশিয়ান বিষয়ের উপর দু’বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
ফার্মাসিস্ট
শূন্যপদের সংখ্যা: 6 টি।
শিক্ষাগত যোগ্যতা: ফার্মাসিতে ডিগ্রী অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ, সাথে ফার্মাসিতে দু বছরের ডিপ্লোমা কোর্স।
পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা: 1 টি।
শিক্ষাগত যোগ্যতা: ফিজিওলজিতে বিএসসি পাশ সাথে PFT -তে অতন্ত ছয় মাসের অভিজ্ঞতা।
অপ্টমেট্রিষ্ট
শূন্যপদের সংখ্যা: 2 টি।
শিক্ষাগত যোগ্যতা: অপ্টমেট্রি বিষয়ে বিএসসি ডিগ্রী বা ডিপ্লোমা কোর্স।
ফ্লেবোটমিস্ট
শূন্যপদের সংখ্যা: 2 টি।
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল ল্যাবরোটরি টেকনোলজি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা কোর্স। এবং উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে পাশ করে থাকতে হবে।
ভ্যাক্সিনেটর
শূন্যপদের সংখ্যা: 1 টি।
শিক্ষাগত যোগ্যতা: ANM Nursing কোর্স পাশ করতে হবে। এবং নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশনের বৈধ সার্টিফিকেট থাকতে হবে।
ডেন্টাল হাইজেনিস্ট
শূন্যপদের সংখ্যা: 1 টি।
শিক্ষাগত যোগ্যতা: ডেন্টাল হাইজিনে ডিপ্লোমা।
ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট/ ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা: 1 টি।
শিক্ষাগত যোগ্যতা: ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে 6 থেকে12 মাসের সার্টিফিকেট কোর্স বা ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট বিষয়ে ডিপ্লোমা।
ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট
শূন্যপদের সংখ্যা: 5 টি।
শিক্ষাগত যোগ্যতা: ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা/ ডিগ্রী কোর্স অথবা GNM Nursing/ B.Sc Nursing পাশ করতে হবে। সাথে কমপক্ষে এক বছরের আইসিইউ- তে কাজ করার অভিজ্ঞতা।
স্টাইপেন্ডের পরিমাণ: ইন্টার্নশিপ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড বাবদ 8,000/- টাকা এবং প্রয়োজনীয় ভাতা বাবদ প্রতিমাসে 7,020/- টাকা পাবেন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করবেন সাদা কাগজে। আপনার বায়ো ডাটা, সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানো যাবে স্পিড পোস্টের মাধ্যমে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 18 জানুয়ারি, 2021.
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: GM (Hosp. Admn & Coordn.), Burnpur Hospital, SAIL-IISCO Steel Plant, P.O.- Burnpur, PIN-713325, Dist.- Paschim Bardhaman, West Bengal.
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে বানপুর স্টিল প্লান্টের ঠিকানায়। ইন্টারভিউ -এর তারিখ আবেদনকারীর মোবাইল নম্বরে/ ই-মেইলে পাঠানো হবে।
Download Official Notice1
Download Official Notice2
West Bengal Job News