ফের চাকরি বাতিল প্রাথমিকে! আরও ১৪০ জন ভুয়ো শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এদিন বুধবার ১৪৬ জন প্রাথমিকের শিক্ষকের আবেদনের শুনানি ছিল আদালতে। শুনানি চলাকালীন প্রার্থীদের যাবতীয় নথি খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট ১৪০ জন প্রার্থীর চাকরি বাতিল করলেন।
বিচারপতির নির্দেশ, অবিলম্বে সংশ্লিষ্ট প্রার্থীদের বেতন বন্ধ করতে হবে।
এর আগে ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেআইনিভাবে নিয়োগ পেয়েছিলেন। এরপর এই সকল প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট থেকে তাঁদের ফের কলকাতা হাইকোর্টের কাছে পাঠানো হয়েছিল। সর্বোচ্চ আদালত তাঁদের নির্দেশ দেয়, চাকরি যে বৈধ তা তথ্য প্রমাণ সহযোগে হলফনামা জমা করতে হবে তাঁদের।
আরও পড়ুনঃ রাজ্যে ৭ হাজারের বেশি শূন্যপদে ক্লার্ক নিয়োগ
তারপর হাইকোর্ট যা নির্দেশ দেবে তাই বজায় থাকবে। সুুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হলফনামা জমা দেন সংশ্লিষ্ট প্রার্থীরা। তবে এদিন প্রায় ১৪০ জন প্রার্থীর নথি যাচাই করে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দিলেন। এর আগে ৫৩ আর এবার ১৪০, মোট ১৯৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলো আদালত।
মামলার পরবর্তী শুনানির দিন বাকি প্রার্থীদের নথি পুনরায় যাচাই করে তাঁদের চাকরি নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। সূত্রের খবর, এদিন আরও ৫৯ জন প্রাথমিকের শিক্ষক তাঁদের চাকরি বাঁচাতে দ্বারস্থ হয়েছিলেন আদালতে। আগামী বৃহস্পতিবার এই সকল প্রার্থীদের আবেদন খতিয়ে দেখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।