আদালতের নির্দেশে ফয়সালা হল রাজ্যের একটি ডিএ (DA) মামলার। দীর্ঘদিন ধরে মামলা চললেও বিশেষ জটিলতায় আটকে ছিল কর্মীর বকেয়া ডিএ। তবে এবার হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট মামলাটির নিষ্পত্তি হল। সূত্রের খবর, ডিএ (DA) মামলার শুনানিতে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ঠিক চার সপ্তাহের মধ্যে কর্মীর বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। হাইকোর্টের রায় শোনার পরই মুখে হাসি ফুটেছে মামলাকারী প্রার্থীর।
ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে ডিএ সম্পর্কিত একটি মামলা দায়ের করেন রেখা আগরওয়াল নামের এক শিক্ষিকা। তাঁর অভিযোগ, ২০১০ সালে শিক্ষক হিসেবে তিনি যোগ দেন বড়বাজারের একটি স্কুলে। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারা রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান। সেইমতো ওই প্রার্থী তাঁর চাকরিতে যোগদান করার পর মহার্ঘ ভাতার আর্জি জানান ২০১৪ সালে। কিন্তু দেখা যায় তাঁর মহার্ঘ ভাতা আটকে গিয়েছে। বিষয়টি তলিয়ে দেখা হলে শিক্ষা দফতর জানায়, বয়সসীমা পেরিয়ে যাওয়ার পর চাকরিতে যোগ দিয়েছেন প্রার্থী। তাই মহার্ঘ ভাতা পাবেন না তিনি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন ওই প্রার্থী। মামলায় জেলা স্কুল পরিদর্শককে গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার
তবে অভিযোগ এখানেই যে, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বিষয়টিতে নজর দেন না ডিআই। আদালতে এমনই দাবি তোলেন প্রার্থী রেখা আগরওয়ালের আইনজীবী। পরিস্থিতির সমাধান না হওয়ায় তৃতীয়বারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন ওই প্রার্থী। মামলা দায়ের হয় ২০২১ সালে। তবে মামলার নিষ্পত্তি হতে বেশ কিছুটা সময় লাগলেও অবশেষে জয়লাভ করেছেন শিক্ষিকা রেখা আগরওয়াল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় দিয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে প্রার্থীর বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এছাড়া, জেলা স্কুল পরিদর্শকের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি।