রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার ফলে ফুড এসআই নিয়োগে কোনোও বাধা থাকল না রাজ্য সরকারের। এদিন হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ মামলায় কোনোও হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। স্বাভাবিকভাবেই এই নির্দেশ শোনার পরে বেশ খানিকটা স্বস্তিতে রাজ্যের চাকরিপ্রার্থীরা।
ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, ২০১৮ সাল নাগাদ রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ ও সংরক্ষিত আসনে মোট ৩০২৪ জন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে নিয়োগে বেনিয়মের অভিযোগ তোলেন বেশ কিছু জন চাকরিপ্রার্থী। সংশ্লিষ্ট প্রার্থীদের অভিযোগে গুরুত্ব দিয়ে প্যানেল রিভিউ করার নির্দেশ দেয় স্যাট। এই রায়ে চ্যালেঞ্জ জানায় রাজ্য সরকার। তবে এবার হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মামলায় কোনোও হস্তক্ষেপ করবে না আদালত। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পাবলিক সার্ভিস কমিশন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো বাড়তি সুযোগ দেয়নি। তাই সাধারণ ও সংরক্ষিত আসনে যাঁরা চাকরি করছেন তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবে না উচ্চ আদালত।
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফ্রী মক টেস্ট
প্রসঙ্গত, ইতিমধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট ৪৮০ টি শূন্যপদে ফুড এসআই-দের নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট (wbpsc.gov.in) মারফত আবেদন গ্রহণ চলছে। প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়া, এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে পরীক্ষার্থীদের।