প্রাথমিকের দুর্নীতি মামলায় বড় সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার টেট সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন প্রাথমিকের শূণ্যপদে অযোগ্য প্রার্থীদের সরিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে। সর্বমোট ৯৪ জন অযোগ্য প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি।
মামলার শুনানিতে উচ্চ আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে ২০১৬ ও ২০২০ সালের টেটের মেধাতালিকা নম্বর-সহ প্রকাশ করতে হবে। এছাড়া বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের অপসারিত করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করার পরামর্শ দিয়েছেন বিচারপতি। বিচারপতির নির্দেশ, আগামী ৩ নভেম্বরের মধ্যে দুই নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে হবে।
আরও পড়ুনঃ পুজোর পরেই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ
বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে বহু প্রাথমিকের চাকরি প্রার্থী মনে করেন যে তাঁরা বেকার এবং যোগ্য হওয়া সত্ত্বেও নিয়োগ পাচ্ছেন না তাঁদের সাথে প্রতারণা হয়েছে। এই সকল প্রার্থীরা যাতে অতি দ্রুত নিয়োগ পান, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।