পশ্চিমবঙ্গের শিক্ষা মিশনের তথ্য আপলোড করা হচ্ছিল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তবে এদিন আদালতে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিলেন, এবার থেকে শিক্ষা মিশনের তথ্য অ্যাপের পরিবর্তে সরকারি ওয়েবসাইটে যাতে আপলোড করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে রাজ্যকে।
পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের আওতায় সম্প্রতি ‘বাংলার শিক্ষা’ নামক প্রকল্পটিতে রাজ্যের বিভিন্ন ব্লকের আঠেরো বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন খতিয়ে দেখে শিক্ষকদের সেই তথ্য সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম হয়েছে। এদিকে এতদিন পর্যন্ত এই সকল তথ্য অফলাইনে জমা দেওয়ার ব্যবস্থা থাকলেও বর্তমানে তথ্য জমার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ব্যবহার শুরু হয়েছে। এক্ষেত্রে ব্যবহার হয় ‘চাইল্ড রেজিস্টার’ অ্যাপ। তবে অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন না থাকার দরুণ তথ্য জমা করা কঠিন হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে।
চাকরির খবরঃ UPSC Recruitment 2023
প্রসঙ্গত, এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী তাঁর মক্কেলের স্মার্টফোন না থাকার যুক্তি দিতে বিচারপতির বলেন, ‘তবে কি সরকারকে বলবো দুয়ারে মোবাইল প্রকল্প নিয়ে আসার জন্য’? যদিও এরপরই বিচারপতি ঘটনা প্রসঙ্গে বলেন, যেহেতু একটি সমস্যা পরিলক্ষিত হচ্ছে তাই এ বিষয়ে ভাবনাচিন্তা করে সরকারকে বিকল্প পথের ব্যবস্থা করতে হবে।