সর্বোচ্চ আদালতের নির্দেশে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বুধবার শুনানি ছিল মামলার। সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের দুই শিক্ষককে ফের বহাল করলেন চাকরিতে। নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে তাঁদের বেতন চালু করার।
কিছু দিন আগে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় একটি ভুল প্রশ্নে অতিরিক্ত এক নম্বর দিয়ে পাশ করানোর অভিযোগে ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। দাবি ওঠে বেআইনিভাবে নিয়োগ পেয়েছিলেন তাঁরা। এরপর সংশ্লিষ্ট প্রার্থীরা দ্বারস্থ হন সর্বোচ্চ আদালতের। কিন্তু সর্বোচ্চ আদালত এই সকল প্রার্থীদের পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে চাকরির বৈধতা প্রমাণ করতে নির্দেশ দেয়।
WB ANM GNM Notification 2023: Download Now
চাকরি ফেরাতে তথ্য প্রমাণ সহযোগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করেন সংশ্লিষ্ট প্রার্থীরা। এঁদের মধ্যেই ছিলেন তরুণ কারক ও প্রসেনজিৎ ভট্টাচার্য নামের দুই শিক্ষক। এদিন আদালতে তাঁদের যুক্তি, নম্বর ভুল প্রসঙ্গে এর আগেই মামলা করেছিলেন তাঁরা। তখন হাইকোর্টের নির্দেশেই ছয় নম্বর পেয়েছিলেন এই দুজন। ফলে তাঁদের চাকরির বৈধতা রয়েছে। তাঁরা যোগ্য প্রার্থী বলেই বিবেচিত হবেন।
চাকরির খবরঃ রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট বিষয়টির পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষক দুজনকে চাকরিতে পুনর্বহাল করেন ও তাঁদের বেতন চালুর নির্দেশ দেন। প্রসঙ্গত, এদিন চাকরি বাতিল হয় আরও প্রায় ১৪০ জন প্রাথমিকের শিক্ষকদের। এর আগে ৫৩ আর এদিন ১৪০, সবমিলিয়ে ১৯৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।