কলকাতা হাইকোর্টে গ্ৰুপ- সি পদে তৈরি হওয়া বেশ কিছু শূন্যপদ পুরণ করার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে? আবেদনের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে? কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে? প্রতিমাস বেতন কত পাবেন? ইত্যাদি প্রশ্নগুলি ছাড়াও নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অবশ্যই পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদন।
পদের নাম- ইন্টারপ্রিটিং অফিসার।
শূন্যপদের সংখ্যা- মোট ৮ টি।
প্রতিমাসের বেতন- এই পদে আবেদনের পর আদালতের পরীক্ষার মাধ্যমে নিয়োজিত হলে প্রতিমাসে ৫৬,১০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৪৪,৩০০/- পর্যন্ত বেতন পেয়ে যাবেন।
বয়সসীম- এখানে নূন্যতম ১৮ বছর বয়স থেকে সর্বত্র ৪০ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানানোর যোগ্য হবেন। যেহেতু সরকারি ভাবে এই নিয়োগটি করা হচ্ছে, সেই কারণে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত পরিমাণ ছাড় পেয়ে যাবেন।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা-
হিন্দি, বাংলা, উর্দু, নেপালি,ওলচিকি / সাঁওতালি ইত্যাদির মধ্যে যেকোনো একটি ভাষায় স্নাতক ডিগ্রী প্রাপ্ত প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়ে নিয়ে তবেই আবেদন জানাতে হবে।
আরও পড়ুনঃ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে এলডিএ নিয়োগের বিজ্ঞপ্তি দিলো পিএসসি
আবেদন পদ্ধতি-
www.calcuttahighcourt.gov.in কলকাতা হাইকোর্টের এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে এখানে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য বিজ্ঞপ্তি সাথে সংযুক্ত আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিতে হবে এবং হাতে কলমে যথাযথ তথ্যের সাথে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে যে যে নথিপত্র চাওয়া হয়েছে সেগুলি একত্রিত করে খামে করে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় ১৫/০১/২০২৫ তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে সমস্ত তথ্য যাচাই করে নেবেন এবং তারপরেই নিজের দায়িত্বে আবেদন জানাবেন।
প্রয়োজনীয় নথিপত্র-
১) শিক্ষাগত যোগ্যতা রেজাল্ট ও সার্টিফিকেট
২) পরিচয়ের প্রমাণপত্র
৩) আবেদন মূল্য দেওয়ার ব্যাংক চালান
৪) জন্মের প্রমাণপত্র
৫) পোস্টাল স্ট্যাম্প এবং ঠিকানা সহ খাম
৬) দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
আরও পড়ুনঃ কলেজ পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক
নিয়োগ প্রক্রিয়া- প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে নির্দিষ্ট ভাষায় অনুবাদের দক্ষতা যাচাই করণের মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা বিচার করা হবে। দুটি পরীক্ষার মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা যোগ্য বিবেচিত হবেন তাদেরকেই কর্মী হিসেবে নিযুক্ত করা হবে কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে।