শিক্ষার খবর

কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত D.El.Ed ভর্তি প্রক্রিয়া! দুশ্চিন্তায় পড়ুয়ারা

Advertisement

রাজ্যে ডি.এল.এড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন)-এর ভর্তি প্রক্রিয়ায় ব্যাপক বেনিয়মের হদিশ মিলেছে। ডি.এল.এড সম্পর্কিত মামলা আদালতে বিচারাধীন। এর মধ্যে সম্প্রতি ডি.এল.এড কোর্সের ভর্তি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে ৩ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল। এদিকে কলকাতা হাইকোর্ট সেই ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে ছাত্রপিছু ২০০০ টাকা করে ভর্তির ফি সংগ্রহের নির্দেশ দেয় পর্ষদ। এদিকে পর্ষদের ভর্তি প্রক্রিয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়াদের একাংশ। পর্ষদের নির্দেশ প্রসঙ্গে মামলাকারীদের দাবি, ক্লাস যেখানে হয়নি সেখানে ২০০০ টাকা করে কেন দেবেন পড়ুয়ারা। পাশাপাশি, ডি.এল.এড কোর্সের ভর্তি প্রক্রিয়ায় কিসের এত তাড়া পর্ষদের সে দাবিও তোলেন মামলাকারীরা।

আরও পড়ুনঃ রাজ্যের অভাবী পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মমতা ব্যানার্জী

বৃহস্পতিবার ডি.এল.এড (D.El.Ed) সম্পর্কিত মামলাটি আদালতে ওঠে। সেদিনই হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ ডি.এল.এডের (D.El.Ed) ভর্তি প্রক্রিয়ায় আগামী ৯ জুন পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দিল। রাজ্যে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০টির কাছাকাছি। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে এই সকল ডি.এল.এড প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় তিরিশ হাজার পড়ুয়ার ভর্তি আটকে গেল। আগামী ৬ জুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। ভর্তি নিয়ে কী সিদ্ধান্ত হয় তা জানা যাবে পরবর্তী শুনানির দিন।

D.El.Ed

Related Articles