প্রাইমারি টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হতে পারে। অবাক হলেন? না অবাক হবে না। কারন প্রাইমারি টেট পরীক্ষার পাশ নম্বর নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা উঠেছে। টেট পাশ নম্বর নিয়ে ভিন্ন মতামত দেখা গেছে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে। বুধবার টেট সম্পর্কিত একটি মামলায় দ্বিমত তৈরি হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্যের মধ্যে। প্রার্থীদের টেট উত্তীর্ণ নম্বর ৮২ হবে না কি ৮৩, তা নিয়ে তৈরি হয় দ্বিমত। এহেন জটিলতা সৃষ্টি হতে এবার মামলাটি গড়াল প্রধান বিচারপতির বেঞ্চে। সেখান থেকে এই মামলা যাবে তৃতীয় বেঞ্চে।
প্রাইমারি টেট পরীক্ষায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ন্যুনতম প্রাপ্ত নম্বর হল ৫৫ শতাংশ। অর্থাৎ সেই প্রার্থী যদি টোটাল ১৫০ নম্বরের পরীক্ষায় ৮২.৫ নম্বর পান, তবে তাঁর প্রাপ্ত নম্বর হয় ৫৫ শতাংশ। যা উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন। এদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের মতানুসারে, ১৫০ নম্বরের পরীক্ষায় ৮২ নম্বর পেলে তা হয় আদতে ৫৪.৬৭ শতাংশ। অর্থাৎ তা ৫৫ শতাংশে পৌছচ্ছে না। আরও এক নম্বর বেশি হলে তবে তা ৫৫ শতাংশ হত। টেটের পাশ নম্বর নিয়ে এহেন জটিলতার ফলে এনসিটিই ৮২ নম্বরকে টেট উত্তীর্ণ নম্বর হিসেবে স্থির করে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নির্দেশ দেন, সংরক্ষিত শ্রেণীর টেট প্রার্থীরা ৮২ নম্বর পেলে তাঁদের উত্তীর্ণ বলে গণ্য করতে হবে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
WB Primary TET 2023 Important Link | |
WB TET Syllabus 2023 | Click Here |
WB TET Question Paper 2017/ 2021 | Click Here |
WB TET Question Paper 2022 | Click Here |
WB TET Official Answer Key 2022 | Click Here |
ExamBangla Home Job News | Click Here |
বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু প্রার্থী। সেই মামলার শুনানি ছিল বুধবার। মামলার শুনানিতে ভিন্ন মত তৈরি হয় দুই বিচারপতির মধ্যে। বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই যুক্তিযুক্ত মনে করেছেন। অন্যদিকে, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ৮২.৫ নম্বরের পক্ষ নেন। তাই মামলাটির নিষ্পত্তির জন্য এটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হল। তবে এই মামলা নিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার নিয়োগ প্রক্রিয়া স্থগিতের ঘোষণা হতেও পারে। সবকিছু নির্ভর করছে আদালতের রায়ের ওপর। তবে তৃতীয় বেঞ্চে মামলা গেলে মামলার ফয়সালা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।