সরকারি আদালতে চাকরির একটি দুর্দান্ত সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। যেখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করবে পশ্চিমবঙ্গ জুডিসিয়াল সার্ভিস বা WBJS। কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের পর কত বেতন পাবেন? কিভাবে আবেদন জানাবেন? কী কাজ করতে হবে? ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি। Exam Bangla র পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগের সমস্ত বিবরণ উল্লেখ করা হল।
পদের নাম- ট্রান্সলেটর।
শূন্যপদের সংখ্যা- ৪ টি।
মাসিক বেতন- যে সমস্ত ব্যক্তি উল্লেখিত পদে কর্মী হিসাবে নিযুক্ত হবেন, তাদের প্রতি মাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি কর্মচারী হিসাবে অন্যান্য একধিক সুযোগ সুবিধা পাবেন কর্মীরা। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কলকাতা উচ্চ আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন।
আবেদনের যোগ্যতা-
১) উল্লেখিত পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই আইনি বিভাগের অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে।
২) যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এমন ব্যক্তিরাই এখানে আবেদন জানাতে পারবেন।
৩) আবেদনকারীর কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক।
৪) চাকরিপ্রার্থীদের জন্য কোনো উচ্চতর বয়সসীমা উল্লেখ করা হয়নি।চাকরিপ্রার্থীরা উপরে উল্লেখিত যোগ্যতাগুলো থাকলেই আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, কোন যোগ্যতায় আবেদন?
নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীর আবেদনের উপর নির্ভর করে সামনাসামনি কথপোকথনের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা www.calcuttahighcourt.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে অফলাইন মাধ্যমে একটি আবেদনপত্র লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। চাকরিপ্রার্থীদের এই কাজ অবশ্যই ১৮/০৩/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
আবেদনের ঠিকানা- Registrar (Recruitment & Management), High Court, Appellate Side, Calcutta, New Administrative Block, High Court, Calcutta, New Secretariat Building, Block „B‟, 6th Floor, 1, Kiran Shankar Ray Road, B.B.D. Bag, Kolkata-700 001
আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ
গুরুত্বপূর্ণ তথ্যঃ প্রতিটি চাকরিপ্রার্থীর আবেদন পত্রে নিজের পূর্ণ নাম, পিতা বা স্বামীর নাম, জন্ম তারিখ, অবসর গ্রহণের দিন ও সময়, ঠিকানা ইত্যাদি সমস্ত কিছু উল্লেখ করতে হবে। এই বিষয়ে সমস্ত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.