চাকরির খবর

Primary Recruitment: আদালতের নির্দেশ মেনে প্রার্থীদের প্রশিক্ষণের যোগ্যতা পরিবর্তনের সুযোগ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Advertisement

গত বছরের ২৯ সেপ্টেম্বর ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।প্রাথমিকভাবে পর্ষদ জানায়, ডি.এল.এড প্রশিক্ষণরতরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এদিকে, পর্ষদের নির্দেশ খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দেশ আসে, যে সকল প্রার্থীরা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তাঁরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এদিকে প্রাথমিকের নিয়োগে সুযোগ পেতে বেশ কিছু চাকরিপ্রার্থী মামলা করেন হাইকোর্টে। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, এই প্রার্থীরা বিএড প্রশিক্ষণের পর ডি.এল.এড প্রশিক্ষণ নিচ্ছিলেন। পর্ষদের প্রাথমিক বিজ্ঞপ্তি অনুসারে এই বি.এড প্রশিক্ষণপ্রাপ্তরা ডি.এল.এড হিসেবে আবেদন জানিয়েছিলেন। যার দরুণ নিয়মের জটিলতায় জড়িয়ে পড়েছেন তাঁরা।

আইনজীবীর দাবি ছিল, আগেই যদি বলা হত যে প্রশিক্ষণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক তবে এই সকল প্রার্থীরা এহেন জটিলতার সম্মুখীন হতেন না। এরপর সব দিক বিবেচনা করে হাইকোর্ট নির্দেশ দেয়, গত বছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সমস্ত প্রার্থীরা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। হাইকোর্টের নির্দেশ ছিল, প্রার্থীদের প্রশিক্ষণের ডিগ্রি পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালে আবেদন জানাতে হবে। আদালতের নির্দেশ মেনে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ গরমের ছুটির পর বন সহায়ক নিয়োগ মামলা শুনবে আদালত

গতকাল পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org)-তে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২০-২২ শিক্ষাবর্ষে ডি.এল.এড/ডি.এল.এড স্পেশাল এডুকেশন/বিএড প্রশিক্ষণরত অবস্থায় যে সকল প্রার্থীরা প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন, ও যাঁদের ২৯/৯/২২ অথবা তার আগে কোর্সের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে তাঁরা পর্ষদের পোর্টাল মারফত নিজেদের ট্রেনিংয়ের যোগ্যতা পরিবর্তন করে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

ট্রেনিং যোগ্যতা আপডেট করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপডেট করতে পারবেন। সেগুলি হল, (www.wbbpe.org) এবং (https://wbbprimaryeducation.org)। কীভাবে আপডেট করবেন তাও পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রার্থীদের প্রথমে ‘Application for Recruitment -2022’ এ ক্লিক করতে হবে। এরপর ‘Primary Teacher Recruitment -2022’ এ ক্লিক করতে হবে। এরপর ‘Edit Application’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় এডিট করে নেবেন প্রার্থীরা।

Primary Recruitment

Official Notification: Download Now

Related Articles