চাকরির খবর

বন সহায়ক পদে নতুন করে হবে নিয়োগ! নির্দেশ কলকাতা হাইকোর্টের

Advertisement

বন সহায়ক বিভাগের নিয়োগে ত্রুটির অভিযোগ। ২০২০ সালের যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, সেখানেই ত্রুটি রয়েছে বলে জানা যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় গলদ থাকার কারণে সম্পূর্ণ নিয়োগ তালিকা বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ এহেন নির্দেশ দিয়েছে।

এর আগে বন সহায়ক পদের নিয়োগে ত্রুটি থাকার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্টে মামলাকারীরা দাবি করেন, যে ত্রুটি ছিল তা সংশোধন না করেই নিয়োগ দেওয়া হয় প্রার্থীদের। সূত্রের খবর, মোবাইলে এসএমএসের মাধ্যমে চাকরিপ্রাপকদের জানানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। আদালত জানায়, এই প্রক্রিয়া সঠিক নয়। তাই হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, নতুন করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেখানে প্রকাশ করতে হবে নয়া নিয়োগ তালিকা।

আরও পড়ুনঃ টিউশন পড়াতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা

উচ্চ আদালতের নির্দেশ দিয়েছে, বন সহায়ক পদে দুই হাজার জনের নিয়োগের যে তালিকা তৈরি হয়েছিল, তা বাতিল করতে হবে। আগামী ২ মাসের মধ্যে এই তালিকা বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। পুরনো তালিকায় রয়েছে এমন কোনো প্রার্থীর নাম নতুন তালিকা থেকে বাদ গেলে তাঁর চাকরি বাতিল হওয়ায় সম্ভাবনা রয়েছে।

বন সহায়ক পদে নতুন করে হবে নিয়োগ

Related Articles