চাকরির খবর

WBPRB: প্রকাশ পেল কলকাতা পুলিশের কনস্টেবল পদে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নিয়োগের নিয়মাবলী!

Advertisement

সম্প্রতি জানানো হয়েছিল কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের। আর এবার নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তথা WBPRB। অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত।

এর আগে জানানো হয়েছিল, কনস্টেবল পদের চাকরিতে মহিলাদের জন্য যে সংরক্ষণ রয়েছে তার এক শতাংশ রাখা হবে থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্টেবল পদের জায়গায় আবেদন জানাতে পারবেন তৃতীয় লিঙ্গের প্রার্থীরা। জানানো হয়েছে, আবেদনরত প্রার্থীদের মধ্যে গোর্খা, রাজবংশী, সহ তফসিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা থাকতে হবে ১৫৫ সেমি ও ওজন হতে হবে ৪৮ কেজি। এছাড়া বাকি থার্ড জেন্ডার প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৩ সেমি ও ওজন হবে ৫২ কেজি। এর সাথে এই সকল প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) এর নিয়মও জানিয়ে দেওয়া হয়েছে।

চাকরির খবরঃ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

FB Join

প্রসঙ্গত, ২০১৪ সালের নালসা রায় অনুসারে রূপান্তরকামী প্রার্থীদের ‘তৃতীয় লিঙ্গের’ মর্যাদা দেওয়া হয়। এরপর ২০১৯ সাল নাগাদ কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী বিশেষ বিধি তৈরি হয়েছে রাজ্যের তরফে। গত বছর রাজ্য সরকার জানিয়েছিল পুলিশের চাকরিতে রূপান্তরকামীদের জায়গা দেওয়া হবে। আর এবার সে উদ্দেশ্যেই পদক্ষেপ গ্রহণের পথে পশ্চিমবঙ্গ পুলিশ।

join Telegram

Related Articles