রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- R/61/23
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ৫৫ শতাংশ নম্বর নিয়ে Computer Science -এ BCA/ B.Sc করা থাকতে হবে। এবং E-tender, Gem Portal, MS Excel, Word and Power Point -এ কাজ জানা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২০,০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ IRCON -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Registrar, University of Calcutta, Senate House, Darbhanga Building, 86/1, College Street, Kolkata- 700073
আবেদনের শেষ তারিখ- ১৩ এপ্রিল, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here