সম্প্রতি বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডির বিজ্ঞাপন প্রকাশ করে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রসূন ঘোষ। সংশ্লিষ্ট বিজ্ঞাপন নিয়ে আপত্তি ছিল ছাত্র ও শিক্ষকদের। এক বিশিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল খবরটি। এরপর শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞাপনটি বাতিল করা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে।
সূত্রের খবর, ছাত্রদের তরফে অভিযোগ তোলা হয় এমফিলের এক গবেষক প্রধানের সইয়ের ভিত্তিতে বাড়তি স্কলারশিপ তুলে নিয়েছেন। তাই বিষয়টির সামাল দেওয়ার স্বার্থে সংশ্লিষ্ট ছাত্রটিকে পিএইচডি কোর্সে ভর্তি নিয়ে স্কলারশিপের টাকা অ্যাডজাস্ট করার ভাবনা চলছে। তবে, ছাত্রদের দাবিকে উপেক্ষা করেই বাংলার পিএইচডি কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
অন্যদিকে, অধ্যাপকেরা দাবি রেখেছিলেন কোনো রূপ বিভাগীয় বৈঠক ছাড়াই পিএইচডির প্রবেশিকা পরীক্ষা ও ইন্টারভিউ সংক্রান্ত দিনক্ষণ প্রকাশ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানো হয়েছিল। সূত্রের খবর, এরপর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। ইতিমধ্যে খবর, বিভাগীয় বৈঠক করেই পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বর্তমানে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।