কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষাসূচিতে বদল আনলো বিশ্ববিদ্যালয়। এর আগের প্রকাশ করা পরীক্ষাসূচি অনুসারে, জানুয়ারির ২৮ থেকে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তরের স্তরের বেশ কিছু পরীক্ষা রাখা হয়েছিল। তবে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির সময়সূচিতে বদল আনা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানুয়ারির ২৮, ৩০, ৩১ তারিখ এবং ফেব্রুয়ারির ১, ২, ৩ তারিখে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা রাখা হয়েছিল। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই পরীক্ষাগুলি নেওয়া হবে আগামী ১০, ১১, ১৩, ১৫, ১৬, এবং ১৭ ফেব্রুয়ারি নাগাদ। তবে কেন পরিবর্তিত হলো পরীক্ষার দিনক্ষণ? জানা যাচ্ছে, এর মধ্যেই শুরু হচ্ছে জেইই মেন (জয়েন্ট এন্ট্রান্স মেন) পরীক্ষা।
আরও পড়ুনঃ স্টুডেন্ড ক্রেডিট কার্ড সম্পূর্ণ আবেদন পদ্ধতি
সূত্রের খবর, এই পরীক্ষার জন্য বেশি সংখ্যক পরীক্ষা কেন্দ্র চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি লেখে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই অনুযায়ী জেইই মেন আয়োজনে পরীক্ষা কেন্দ্র হিসেবে আরও অনেকগুলি কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কারণবশত বদল আনা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচিতে।
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি পরীক্ষার দিনক্ষণে বদল আনা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষাসূচি পরিবর্তনের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারেন।