এক নজরে
Primary TET পরীক্ষায় ভুল প্রশ্নে পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা। গত ১১ ই ডিসেম্বর রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাসের মাথায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফ থেকে প্রকাশ করা হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষার উত্তরপত্র (Primary TET Answer Key)। উত্তরপত্র প্রকাশ হতেই উত্তরে ভুরিভুরি ভুলের অভিযোগ ওঠে, তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ভুল উত্তরের ক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর আবেদন গ্রহণ শুরু করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই অভিনব উদ্যোগের ফলে ভুল উত্তরের বিরুদ্ধে ভুরিভুরি চ্যালেঞ্জ জমা পড়ে পর্ষদের ওয়েবসাইটে।
Primary TET Latest News
যেসব প্রশ্নের উত্তরের পক্ষে সর্বাধিক চ্যালেঞ্জ জমা পড়েছে, সেই উত্তরকেই সঠিক বলে ধরে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের এক কর্তা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু প্রশ্নের ক্ষেত্রে উত্তর লেখার চেষ্টা করলেই প্রার্থীদের পুরো নম্বর দেওয়া হবে। তবে যেকোন প্রকার জটিলতা এড়াতে কোন কোন প্রশ্নগুলিতে ভুল থাকার কারণে পুরো নম্বর দেওয়া হবে তা জানানো হয়নি। প্রাইমারি টেট পরীক্ষায় ভুল প্রশ্ন থাকার সপক্ষে পর্ষদের সাফাই হল, প্রশ্নপত্রে ছাপার ভুল বা কম্পিউটারাইজড টেকনিক্যাল ভুলের জন্য প্রশ্নপত্রে ভুল প্রশ্ন থেকে গেছে। আর এই ভুল প্রশ্ন থাকার জন্যই পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা।
January Month Current Affairs PDF Download
আরও পড়ুনঃ Primary TET Result Date
Primary TET Important Link
WB Primary TET 2023 Important Link | |
Primary TET Syllabus 2023 | Download Now |
WB TET Question Paper 2017/ 2021 | Download Now |
Primary TET Question Paper 2022 | Download Now |
ExamBangla Home Job News | Click Here |
প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। তবে ফলাফল প্রকাশের আগে Revised Answer Key প্রকাশ করবে পর্ষদ। আর Revised Answer Key অনুযায়ী ফলাফল প্রকাশিত হবে। Primary TET Revised Answer Key প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম আপডেট করা হবে।