ছোট থেকেই বড়ো হয়েছেন দারিদ্র্যতার মাঝে। তবে একাগ্রতায় কমতি ছিল না কোনোও। ইউপিএসসি (UPSC) এর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (ISS) পরীক্ষায় কেবল উত্তীর্ণই নয় মাত্র ছাব্বিশ বছর বয়সে সর্বভারতীয় ২৭ র্যাঙ্ক করে নজির গড়লেন বিহারের জয়প্রকাশ শাহ। তাঁর সাফল্যে খুশি পরিবার থেকে আত্মীয় স্বজন সকলেই।
বিহারের মাঝআওলিয়া ব্লকের জোকাটিয়া পঞ্চায়েতের বাসিন্দা এই জয়প্রকাশ শাহ। ২০১২ সালে গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন তিনি। এরপর তিনি ভর্তি হন পাটনা সায়েন্স কলেজে। সেখান থেকে স্নাতক পাশ করে তিনি ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর পাশের পর বিভিন্ন কোম্পানিতে ফ্রিল্যান্সিং করা শুরু করেন। তখন থেকেই নিজের পড়াশোনার দায়িত্ব নেন তিনি।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জারি রেখেছিলেন পড়াশোনার চর্চাও। বিভিন্ন সরকারি পরীক্ষাগুলির প্রস্তুতি নিচ্ছিলেন জয়প্রকাশ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (ISS) পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। মোট তিনবার পরীক্ষা দেওয়ার পর সাফল্য অর্জন করেন জয়প্রকাশ। সর্বভারতীয় ২৭ র্যাঙ্ক করে রীতিমতো নজির গড়লেন তিনি। প্রাথমিক ট্রেনিংয়ের পর কোনোও উচ্চ সরকারি পদের দায়িত্ব দেওয়া হবে তাঁকে।
চাকরির খবরঃ বন্ধন স্কুলে প্রাইমারি টিচার নিয়োগ
জয়প্রকাশের বাবা কানাইয়া শা পেশায় কাঠমিস্ত্রি। সংসারে অর্থের টান পড়লে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করেন তিনি। মা গায়েত্রী দেবী একজন গৃহবধূ। তবে একইসাথে গো-ছাগল প্রতিপালনের সাথেও যুক্ত থাকেন তিনি। দুই ভাই ইতিমধ্যে পড়াশোনার সাথে যুক্ত। ফলে সংসারে নানান টানাপোড়েন থাকলেও ছেলের পড়াশোনায় সর্বদা পাশে ছিল তাঁর পরিবার। বর্তমানে জয়প্রকাশের সাফল্যে খুশির আবহ ছড়িয়েছে তাঁর পরিবার থেকে গ্রাম সর্বত্র।