দুর্নীতি যেন পিছু ছাড়ছে না শাসক দলের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন প্রায় জেরবার রাজ্য সরকার ঠিক তখনই আরও এক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। রাজ্যের প্রায় ৭০ টি পৌরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ আসছে। মোটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্য প্রার্থীরা। এবার সেই তদন্তের দায়ভার পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সংশ্লিষ্ট ক্ষেত্রের তদন্ত চালাবেন সিবিআই অফিসারেরা।
সম্প্রতি অয়ন শীলের বাড়ির তল্লাশিতে প্রচুর নথি উদ্ধার করে ইডি। যেখান থেকে এই ব্যাপক দুর্নীতির হদিশ পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে সিবিআইকে জানায় ইডি। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সিবিআই চাইলে এই উদ্ধার হওয়া নথির ভিত্তিতে পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারে। এই তদন্তকার্যে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ বিদ্যুৎ দপ্তরের উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
রাজ্যের পৌরসভাগুলিতে এই নিয়োগ দুর্নীতির ফলে বঞ্চিত হয়েছেন বহু যোগ্য চাকরিপ্রার্থী। উঠে এসেছে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য। অয়ন শীলের মাধ্যমে সেই টাকা পৌছে গিয়েছে প্রভাবশালীদের কাছে, এমনটাই দাবী রাজ্যের সব বিরোধী দলগুলির, এবং আদালতেও এই একই কথা জানিয়েছে ইডি। হাইকোর্টের নির্দেশে এবার এই দুর্নীতির তদন্ত চালাবে সিবিআই। সম্প্রতি এ বিষয়ে তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি দিয়েছে আদালত। দ্রুত তদন্তের নিষ্পত্তি চাইছেন রাজ্যের যোগ্য চাকরিপ্রার্থীরা। নতুন এই দুর্নীতির তদন্তে আরও কোন কোন প্রভাবশালীর নাম উঠে আসে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।