এদিন ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই একাধিক নির্দেশিকা আনা হয়েছিল। আর এবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ChatGPT এর ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা আনা হলো বোর্ডের তরফে।
চলতি বছরের সিবিএসই বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮,৮৩,৭১০ জন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হচ্ছে পরীক্ষা। প্রথম থেকেই পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন বিধিনিষেধ এনেছে বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা কেন্দ্রে কোনওরকম বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে কড়া নির্দেশে বন্ধ করা হয়েছে ChatGPT এর ব্যাবহার। AI-চালিত এই ChatGPT হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। যা ব্যবহার করে বহু কঠিন প্রশ্নের উত্তর সহজেই উদ্ধার করা যায়। বোর্ড জানিয়েছে, পরীক্ষায় এই ChatGPT এর ব্যবহার করলে সেই পরীক্ষার্থীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Madhyamik Suggestion 2023 PDF: Download Now
প্রসঙ্গত, সম্প্রতি ChatGPT প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিশ্ব জুড়ে। কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। সেখানেও এই ChatGPT নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও একাধিক নিয়মকানুন আনা হয়েছে রাজ্য প্রশাসন থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।