কিছুদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। তবে এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসূচিতে রদবদল আনলো বোর্ড। জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণীর ৪ এপ্রিলের পরীক্ষাগুলি ২৭শে মার্চ তারিখে এগিয়ে আনা হয়েছে। এছাড়া বাকি পরীক্ষার দিনগুলি একই থাকছে। নতুন পরীক্ষাসূচিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) এ প্রকাশ করা হয়েছে।
সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণীর পরীক্ষা চলবে ২১শে মার্চ পর্যন্ত। এক্ষেত্রে দশম শ্রেণীর পরীক্ষাসূচিতে কোনোও পরিবর্তন আনেনি বোর্ড। শুধু দ্বাদশ শ্রেণীর ৪ এপ্রিলের পরীক্ষাগুলি ২৭শে মার্চ তারিখে এগিয়ে আনা হয়েছে। সমস্ত পরীক্ষাগুলি নির্ধারিত দিনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টা নাগাদ।
চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ
সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচিতে সামান্য রদবদল এনে সংশোধিত সময়সূচিটি প্রকাশ করেছে বোর্ড। আসন্ন ফেব্রুয়ারি থেকেই শুরু হবে পরীক্ষা। সেইমতো জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষার পরিচালনায় তৎপর বোর্ড। এর আগেই পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়েছে বোর্ডের তরফে। পরীক্ষার পরিচালনায় যাতে কোনওরকম ত্রুটি না থাকে এখন সেদিকেই খেয়াল রাখা হচ্ছে।