CBSE Result 2023: গত ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১শে মার্চ শেষ হয়েছে সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা। এরপর রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে ধন্দে ছিলেন পরীক্ষার্থীরা। জানা গিয়েছিল, চলতি সপ্তাহে ফলাফল জানাতে পারে বোর্ড। সেইমতো চলছিল জোর প্রস্তুতিপর্ব। এদিন ১২ই মে সকালে প্রকাশ পেয়েছে দ্বাদশ শ্রেণীর রেজাল্ট। তখনই মনে করা হচ্ছিল একই দিনে প্রকাশ পেতে পারে দশম শ্রেণীর ফলাফলও। দুপুরের দিকে ক্লাস টেনের ফলপ্রকাশ করলো সিবিএসই বোর্ড।
কেমন হল সিবিএসই দশম শ্রেণীর ফলাফল?
সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন ২১,৮৬,৪৮৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২০,১৬,৭৭৯ জন। সব মিলিয়ে দশম শ্রেণীর পাশের হার ৯৩.১২ শতাংশ। দ্বাদশ শ্রেণীর মতোই দশম শ্রেণীর ফলাফলের ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন মেয়েরা। এবছর ছাত্রদের পাশের হার যেখানে ৯২.২৭ শতাংশ, সেখানে ছাত্রীদের পাশের হার ৯৪.২৫ শতাংশ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ CBSE দশম শ্রেণীর রেজাল্ট চেক করবেন কিভাবে?
দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মতোই দশম শ্রেণীর ফলপ্রকাশের ক্ষেত্রেও কোনো মেধাতালিকা ও ডিভিশনের উল্লেখ করেনি সিবিএসই (CBSE) বোর্ড। পড়ুয়াদের মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতা এড়াতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঞ্চল ভিত্তিক পাশের নিরিখে শীর্ষে রয়েছে ত্রিবান্দ্রম অঞ্চল। পরীক্ষার্থীরা (results.cbse.in) ও (cbseresult.nic.in) এই ওয়েবসাইট ও ডিজিলকারের মাধ্যমে নিজেদের ফলাফল চেক করতে পারবেন।