সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বোর্ডের তরফে জানানো হয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষা শুরু হবে জানুয়ারির ২ তারিখ থেকে। পরীক্ষা চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার দিন প্রতিটি বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে।
সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় জানানো হয়েছে বোর্ডের তরফে। ইতিমধ্যে বোর্ড জানিয়েছে, প্র্যাকটিকাল পরীক্ষার জন্য একজন করে এক্সটারনাল শিক্ষককে নিযুক্ত করা হবে। প্র্যাকটিকাল পরীক্ষাকে সুপরিকল্পিতভাবে পরিচালনা ও ফলাফল প্রকাশের জন্য তৎপর সিবিএসই বোর্ড। সেই মতো প্র্যাকটিকাল পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে মেটানোর উদ্দেশ্যে বোর্ডের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘণ্ট, কবে পরীক্ষা?
প্র্যাকটিকাল পরীক্ষা নিয়ে যে যে নির্দেশগুলি মানতে হবে:-
১) বোর্ডের তরফে জানানো হয়েছিল কোনোও প্র্যাকটিকাল পরীক্ষাই পুনরায় নেওয়া হবে না। সুতরাং প্র্যাকটিকাল পরীক্ষার দিন সকল পরীক্ষার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে।
২) পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীদের।
৩) প্র্যাকটিকাল পরীক্ষার জন্য প্রতিটি বিদ্যালয়ের ল্যাবরেটরিগুলিকে সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে।
৪) প্রতিটি বিদ্যালয়ের প্রিন্সিপালকে পরীক্ষার তারিখ নির্দিষ্ট করার ক্ষেত্রে বহিরাগত পরীক্ষকদের
সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে।
৫) প্র্যাকটিকাল পরীক্ষার দিন বিদ্যালয়ে যে যে বহিরাগত পরীক্ষকরা থাকবেন তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই নিজ নিজ বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখতে।
সিবিএসই-এর দশম ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচিতে কিছু রদবদল এনে সম্প্রতি নতুন পরীক্ষাসূচিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইটটি ফলো করতে।