সরকারি কর্মীদের খুশির খবর দিল মোদী সরকার।লোকসভা ভোটের আগেই বাড়তে চলেছে কর্মীদের বেতন। অনেকদিন ধরেই অষ্টম বেতন কমিশন গঠন বিষয়ে আলাপ আলোচনা চলছিল। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি, কর্মীদের পেনশন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সূত্রের খবর, আর মাস দুয়েকের মধ্যেই বৈঠকে বসবে কেন্দ্র। নতুন বছরের শুরুর দিকেই আসতে পারে বেতন বৃদ্ধির ঘোষণা।
কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে কর্মীদের। আগের ৪২ শতাংশের সঙ্গে আরও চার শতাংশ বর্ধিত ডিএ যুক্ত হতে বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। এদিকে খবর মিলছে, নতুন বছরের শুরুতে আরও চার থেকে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। সেইমতো ডিএ পৌছবে ৫০ শতাংশে। আর এর ফলে একলাফে বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারের কর্মীদের। কর্মী মহলের বক্তব্য, যদি আরও পাঁচ শতাংশ ডিএ বাড়ে, তবে ৫১ শতাংশে পৌছবে মহার্ঘ ভাতার হার। সেক্ষেত্রে নতুন বেতন কমিশন গঠনের প্রয়োজন পড়বে। কিন্তু এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, ভোট পর্বের আগেই কর্মীদের বেতন বাড়াতে তৎপরতা নেবে মোদী সরকার।
চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ
অন্যদিকে, পুরনো পেনশন স্কিমকে ফিরিয়ে আনার জন্য লাগাতার দাবি জানাচ্ছেন সরকারি কর্মীদের একটা বড় অংশ। বিশেষত দুটি বড় বিভাগ রেল এবং ডিভেন্স ও সিভিল কর্মীরা পুরনো পেনশন স্কিম ফেরানোর জন্য একজোটে দাবি তুলেছেন। খবর মিলছে, এই দাবি না মানা হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করবেন তাঁরা। এদিকে, লোকসভা ভোটের আগে রাজনৈতিক তরজাও তুঙ্গে। বারংবার তোপ দাগছেন বিরোধীরাও। তবে কী কর্মী অসন্তোষ কমাতে শীঘ্রই সিদ্ধান্ত নেবে সরকার? এর উত্তর মিলবে খুব শীঘ্রই।