অন্যান্য খবর

একলাফে অনেকটা বেতন বাড়ছে সরকারি কর্মীদের! উৎসবের মরশুমে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে সরকারসিদ্ধান্ত

লোকসভা ভোটের মুখে খুশির খবর দিতে পারে কেন্দ্র সরকার। বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

শীঘ্রই বেতন বৃদ্ধির সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। উৎসবে আগেই সিদ্ধান্ত জানাতে চলেছে কেন্দ্র। যার ফলে উৎসবের কেনাকাটা করার জন্য পকেটে আসবে আরও বেশি বেশি টাকা। কিছুদিন ধরেই এ বিষয়ে কথাবার্তা চলছে। প্রকাশ পেয়েছে বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্টও। এমতাবস্থায় সূত্রের খবর, পুজোর আগেই ডিএ বৃদ্ধির সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। অন্ততঃ তেমন সম্ভাবনাকেই বর্তমানে জোরালো করে দেখা হচ্ছে।

কতটা বৃদ্ধি পেতে পারে মহার্ঘ ভাতা? বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। নতুন করে ডিএ বাড়লে আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে। বছরের মাঝামাঝি তথা জুলাই অনুসারে যে ডিএ বৃদ্ধির ঘোষণা আসবে সেখানে বর্ধিত ডিয়ারনেস অ্যালোওয়েন্স পৌছতে পারে ৩ থেকে ৪ শতাংশে। তবে ঠিক কতটা মহার্ঘ ভাতা বাড়বে তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে ডিএ বেড়ে ৪৫ শতাংশ হতে পারে আবার ৪৬ শতাংশও হতে পারে। তবে যে সিদ্ধান্ত হোক না কেন তার ফলে বেতন যে বাড়বে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুনঃ এবার মাথাপিছু ১০ হাজার টাকা দেবে সরকার

এখনও পর্যন্ত ধারণা করা যাচ্ছে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত জানাবে সরকার। অর্থাৎ পুজো নইলে দীপাবলির আগেই বাড়তে পারে ডিএ। প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে দিনযাপন করা ক্রমশ কঠিন হচ্ছে,সেখানে ডিএ বৃদ্ধিকে আবশ্যক বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। এই মূল্যবৃদ্ধির উপর নির্ভর করেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে সরকার মহলে। ফলে সিদ্ধান্ত আসতে যে বেশিদিন বাকি নেই তা ধারণা করাই যায়।

বেতন বাড়ছে সরকারি কর্মীদের

Related Articles