অন্যান্য খবর

সরকারি কর্মীদের জন্য বাম্পার সুখবর! পুজোর মরশুমে বাড়তি টাকা আসবে পকেটে

পুজোর মরশুমে কর্মীদের সুখবর দিল সরকার। বাড়তি টাকা দেওয়ার সিদ্ধান্ত জানালেন সংশ্লিষ্ট মন্ত্রী। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর। উৎসবের মরশুমে সরকার তাঁদের দেবে দারুণ গিফট। সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রায় ৭৮ দিনের বোনাস একসঙ্গে দেওয়া হবে কর্মীদের। উপকৃত হবেন রেলের ১১ লক্ষ ৭ হাজার ৩৪৬ জন কর্মী। সাম্প্রতিক এই সিদ্ধান্তে মুখের হাসি চওড়া হয়েছে কর্মীদের। আর উৎসবের প্রারম্ভে বোনাসের ঘোষণা হতে কর্মীদের বেতন বাড়ল একলাফে অনেকটাই।

কারা পাবেন এই বর্ধিত বেতনের সুবিধা? সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, এই সুবিধা পাবেন ভারতীয় রেলের নন গেজেটেড কর্মীরা। তবে আরপিএফ বা আরপিএসএফরা এই বোনাসের আওতায় আসবেন না। মূলত লোকো পাইলট, স্টেশন মাস্টার্স, সুপারভাইজার টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, ট্র্যাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা, এছাড়াও মন্ত্রকের কর্মী-সহ অন্যান্য গ্রুপ সি কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন। ভারতীয় রেলের নন গেজেটেড কর্মীদের কল্যাণের জন্য দশেরা উৎসবের আগেই এহেন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি কর্মীদের জন্য বাম্পার সুখবর

আরও পড়ুনঃ ১২ হাজার শূন্যপদে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ রাজ্যে

প্রসঙ্গত, সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশনে -এর তরফে দাবি করা হয়েছিল, তাঁদের সপ্তম বেতন কমিশনের আওতায় বোনাস দেওয়া হোক। যদিও সপ্তম বেতন কমিশনের আওতায় সেই বোনাস প্রদানের সিদ্ধান্ত হয়েছে নাকি, তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, রেল কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রের প্রায় ১,৯৬৯ কোটি টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে।

সরকারি কর্মীদের জন্য বাম্পার সুখবর

Related Articles