চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। সরকারের নতুন প্রকল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে চলেছে দেশে। দেশে মূল্যবৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্বের পরিস্থিতিতে এই প্রকল্প বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী রোজগার যোজনা’ বা ‘Prime Minister Employment Generation Programme’। শিক্ষাচর্চা শেষ করে দেশের যুবক যুবতীরা যখন কর্মসংস্থানের খোঁজ করছেন সে সময় কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প অত্যন্ত কার্যকরী। এই প্রকল্পের বিষয়ে আলোচনা করা হল আজকের প্রতাবেদনে। আবেদন যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কী সুবিধা পাবেন, তার সবটাই জানানো হল।
‘প্রধানমন্ত্রী রোজগার যোজনার’ সুবিধা
কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী রোজগার যোজনার’ মাধ্যমে দেশের শিক্ষিত বেকার প্রার্থীরা পরিষেবা ও ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হতে পারবেন। প্রকল্পে নাম নথিভুক্ত করা প্রার্থীরা সাড়ে ৯ লক্ষ থেকে ২৩.৭৫ লক্ষ টাকার ঋণ পাবেন। উৎপাদনজনিত ক্ষেত্রে পাবেন ২৫ লক্ষ টাকার ঋণ। যে সকল প্রার্থীরা ঋণ নেবেন, তাঁদের বিনিয়োগ করতে হবে ৫ থেকে ১০ শতাংশ টাকা। এছাড়া এই প্রকল্পের অন্তর্গত গ্রামাঞ্চলের প্রার্থীরা ২৫ শতাংশ ভর্তুকি পাবেন ও শহরাঞ্চলের প্রার্থীরা পাবেন ১৫ শতাংশ ভর্তুকি। বিশেষ ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে আরও ১০ শতাংশ ভর্তুকির সুবিধা। আবেদনকারী নিজ প্রতিষ্ঠানে অন্য ব্যক্তিদের কাজ দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবেন।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ
[quads id=10]
এই প্রকল্পে ঋণ নেওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী হতে হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আবেদন জানানোর সময় প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে লাগবে আধার কার্ড, প্যান কার্ড, প্রজেক্ট রিপোর্ট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ও কোথায় বসবাস করেন তার প্রমাণপত্র। প্রার্থী যদি দশ লক্ষ টাকার প্রকল্পের জন্য আবেদন করেন, তবে তাঁকে কিছু জমা রাখতে হবে না। তবে তার বেশি প্রকল্পে আবেদন করলে Collateral Guarantee রাখতে হবে। অনলাইনে রোজগার যোজনার জন্য নির্দিষ্ট থাকা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
[quads id=10]







